চাইলে আপনার জি-মেইল অ্যাকাউন্টের নাম বদলাতে পারবেন, জানুন পদ্ধতি

নতুন বছরের শুরুতেই জিমেইল (Gmail) ব্যবহারকারীদের জন্য এক অভাবনীয় সুখবর নিয়ে আসছে গুগল। এতদিন পর্যন্ত একবার ইমেল আইডি তৈরি হয়ে গেলে তা পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। নাম বদলাতে চাইলে বাধ্য হয়েই নতুন অ্যাকাউন্ট খুলতে হতো ইউজারদের। কিন্তু এবার কয়েক দশকের সেই চিরাচরিত প্রথা ভাঙতে চলেছে টেক জায়ান্ট গুগল।

কী এই নতুন ফিচার?

গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের বর্তমান ইমেল আইডির ইউজারনেম (অর্থাৎ @gmail.com-এর আগের অংশটি) সরাসরি সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন। সবথেকে বড় সুবিধার কথা হলো, আপনি নাম পরিবর্তন করলেও আপনার পুরনো ইমেল আইডিটি নিষ্ক্রিয় হবে না।

এক ইনবক্স, একাধিক পরিচয়

সহজভাবে বললে, আপনার পুরনো ঠিকানায় কেউ মেইল পাঠালেও সেটি আপনার নতুন ইনবক্সেই আসবে। ফলে অফিস, ব্যাংক বা গুরুত্বপূর্ণ জায়গায় আলাদা করে নতুন আইডি জানানোর বাড়তি ঝামেলা পোহাতে হবে না। দুটি ঠিকানাই একই সাথে কার্যকর থাকবে।

থাকছে কিছু বিশেষ শর্ত

তবে গুগলের এই সুবিধাটি চাইলেই যখন-তখন ব্যবহার করা যাবে না। অপব্যবহার রোধে কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে:

  • বছরে একবার: একজন ব্যবহারকারী বছরে মাত্র একবারই নিজের ইমেল আইডি পরিবর্তনের সুযোগ পাবেন।

  • সর্বোচ্চ সীমা: একটি অ্যাকাউন্টের পুরো লাইফটাইমে সর্বোচ্চ ৩ বার আইডি পরিবর্তন করা যাবে।

  • সুরক্ষা: ইমেল পরিবর্তনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা বাড়তি সিকিউরিটি লেয়ার থাকতে পারে।

কেন এই পরিবর্তন?

অনেকেই অল্প বয়সে শখের বশে বা তাড়াহুড়ো করে এমন ইমেল আইডি তৈরি করেন যা পরবর্তী জীবনে পেশাদার ক্ষেত্রে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আবার বিয়ের পর পদবি পরিবর্তন বা ব্যবসার নাম বদলের কারণেও ইমেল আইডি পাল্টানোর প্রয়োজন পড়ে। ব্যবহারকারীদের এই দীর্ঘদিনের দাবি মেনেই গুগল এই বৈপ্লবিক পদক্ষেপ নিচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকেই এই ফিচারটি ধাপে ধাপে বিশ্বজুড়ে রোল-আউট করা হতে পারে।