নির্বাচন কমিশনের স্ক্যানারে সুপারস্টার দেব! নাগরিকত্ব নিয়ে প্রশ্ন? সপরিবারে তলব সাংসদকে!

ভোটের রাজনীতির পারদ চড়তেই ফের আলোচনার কেন্দ্রে ঘাটালের তৃণমূল সাংসদ তথা সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী। ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র সংক্রান্ত এক শুনানিতে এবার তলব করা হলো তাঁকে। শুধু দেব নন, সূত্রের খবর অনুযায়ী, তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনার সূত্রপাত একটি ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে। জানা যাচ্ছে, ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্যের যে অংশটি ফর্মের নিচে থাকে, সেটি পূরণ না করেই জমা দেওয়া হয়েছিল। সেই অসম্পূর্ণ তথ্যের কারণেই দেব ও তাঁর পরিবারকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে দেবের স্থায়ী ঠিকানায় এই নোটিশ পৌঁছেছে। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস বিষয়টি নিশ্চিত করলেও, কবে নথিপত্র নিয়ে হাজিরা দিতে হবে, তা এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের তীব্র ক্ষোভ ও অভিযোগ: একজন জনপ্রতিনিধি তথা ব্যস্ত অভিনেতাকে এভাবে তলব করায় ক্ষুব্ধ ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, এটি স্পষ্টতই হেনস্থা করার চেষ্টা। তৃণমূলের দাবি, ঘাটাল থেকে তিন তিনবারের নির্বাচিত সাংসদ দেবের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। বিরোধীদের অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন এই ধরনের ‘মনোভাব’ দেখাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। তবে এই বিতর্কে এখনও মুখ খোলেননি দেব বা তাঁর পরিবারের কোনো সদস্য।
নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন? পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জন্ম হলেও দেবের বাবার কর্মসূত্রে দীর্ঘ সময় তাঁদের পরিবার মুম্বইতে ছিল। পরে অভিনয়ের টানে কলকাতায় থিতু হন দেব। সাউথ সিটি আবাসনের অনেক বাসিন্দাই একই কারণে নোটিশ পেয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে একজন সেলিব্রিটি সাংসদকে এই তালিকায় রাখা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনুগামীদের প্রশ্ন, যিনি দেশের সংসদে মানুষের প্রতিনিধিত্ব করছেন, তাঁকে কেন নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? কমিশন অবশ্য এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।