ডিএ জটিলতার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বাম্পার লটারি! নতুন বছরে বিরাট উপহার মমতার

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে দীর্ঘ আইনি লড়াই ও জটিলতার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বছরের শুরুতেই বড়সড় চমক দিল পশ্চিমবঙ্গ সরকার। মহার্ঘ ভাতা নিয়ে চূড়ান্ত রায়দানের অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে এবার লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি (LTC) নিয়ে বিশেষ ঘোষণা করল নবান্ন। এবার থেকে সরকারি খরচে বিমানে চড়েই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পাড়ি দিতে পারবেন কর্মীরা।

বিজ্ঞপ্তিতে কী জানাল অর্থ দপ্তর? রাজ্য অর্থ দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কর্মচারীরা এখন থেকে আন্দামান ভ্রমণের জন্য বিমান ব্যবহার করতে পারবেন। এই ভ্রমণের পুরো ভাড়াই রাজ্য সরকার বহন করবে। আগে আন্দামান যাত্রা নিয়ে কিছু প্রশাসনিক জটিলতা থাকলেও, নতুন বছরের শুরুতেই সেই বাধা দূর করল সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীরা ‘ইকোনমি ক্লাস’-এ যাতায়াত করতে পারবেন এবং এর ফলে লক্ষ লক্ষ কর্মচারী ও তাঁদের পরিবার সরাসরি উপকৃত হবেন।

সুবিধা পাওয়ার শর্তসমূহ: তবে এই আকর্ষণীয় সুবিধা পাওয়ার ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট শর্ত আরোপ করেছে অর্থ দপ্তর।

যাত্রীদের তাঁদের হেডকোয়ার্টার্সের নিকটবর্তী বিমানবন্দর থেকেই যাত্রা শুরু করতে হবে।

ফ্লাইটটি যেন সরাসরি ‘শ্রী বিজয় পুরম’ (পোর্ট ব্লেয়ার)-এর হয়, সেদিকে নজর দিতে হবে। নতুন বছরের শুরুতে সরকারের এই ‘ট্যুর গিফট’ কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।