সকাল হতেই উধাও হবে রানওয়ে! কুয়াশার দাপটে বিমান বিভ্রাটের চরম সতর্কতা ইন্ডিগোর

বছরের শুরুতে কয়েক দিন আবহাওয়া মনোরম থাকলেও, এবার বাধ সাধতে চলেছে খামখেয়ালি প্রকৃতি। ঘন কুয়াশার চাদরে ঢাকতে চলেছে ভারতের একাধিক শহর। যার জেরে বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রবিবারই দেশের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা ‘ইন্ডিগো’ (IndiGo) যাত্রীদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছে।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোরবেলা থেকে ভারতের একাধিক প্রধান বিমানবন্দরে দৃশ্যমানতা বা ‘ভিজিবিলিটি’ অত্যন্ত কমে যেতে পারে। এর ফলে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে উড়ান ছাড়ার সম্ভাবনা রয়েছে। যে শহরগুলোতে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সেগুলি হলো— হায়দরাবাদ, রাঁচি, আগরতলা, দেরাদুন, গুয়াহাটি এবং ভুবনেশ্বর। ভোরের দিকে হঠাৎ কুয়াশা ঘন হওয়ার কারণে বিমান ওঠানামায় বড়সড় সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

অন্যদিকে, শুধু কুয়াশা নয়, পাহাড়ি এলাকায় তুষারপাতও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিগো জানিয়েছে, লেহ-তে ভারী তুষারপাতের কারণে রানওয়ে পিচ্ছিল হতে পারে, ফলে বিমান ওঠা ও নামা— উভয় ক্ষেত্রেই বিঘ্ন ঘটতে পারে। এয়ার ইন্ডিয়ার তরফেও জানানো হয়েছে যে, দিল্লি-সহ উত্তর ভারতের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। তাই যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগে বারবার ফ্লাইটের স্টেটাস চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মৌসম ভবন (IMD) জানিয়েছে, দিল্লিতে সোমবার আকাশ মূলত পরিষ্কার থাকলেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে। কুয়াশার জেরে ট্রেন চলাচলও বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রী দুর্ভোগ এড়াতে বিমান সংস্থাগুলি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট দেওয়ার ব্যবস্থা করেছে।