ভেসেলের দিন শেষ! ১৭০০ কোটির সেতুতে জুড়বে মুড়িগঙ্গা, বড় উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য আজ সোমবার এক ঐতিহাসিক দিন। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করতে দুদিনের সফরে সাগরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর ওপর ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই মেগা ব্রিজের কাজ সম্পূর্ণ হলে লট-৮ থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য আর ভেসেল বা ফেরির ওপর নির্ভর করতে হবে না।
সেতুর খুঁটিনাটি ও প্রশাসনের লক্ষ্য: প্রশাসন সূত্রে খবর, প্রায় ১৬৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে এই বিশালাকার কংক্রিটের সেতু। সোমবার দুপুর দুটো নাগাদ সাগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সরকারি আশ্বাস অনুযায়ী, আগামী চার বছরের মধ্যেই ব্রিজের কাজ শেষ করে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। এই সেতুটি তৈরি হলে মূল ভূখণ্ডের সঙ্গে গঙ্গাসাগরের স্থায়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।
মুখ্যমন্ত্রীর সফরসূচি: সেতুর শিলান্যাস ছাড়াও আজ ভারত সেবাশ্রম সংঘ এবং কপিলমুনি মন্দির পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি মেলা প্রাঙ্গণও ঘুরে দেখবেন। প্রশাসনিক কর্তাদের মতে, এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে না, বরং দক্ষিণ ২৪ পরগনার পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে জোয়ার আনবে। মঙ্গলবার তিনি কলকাতায় ফিরে আসবেন।