‘লাভ জিহাদ’ রুখতে দাওয়াই দিলেন মোহন ভাগবত! সন্তানদের বাঁচাতে মায়েদের বড় পরামর্শ সঙ্ঘ প্রধানের

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত মনে করেন, বর্তমানে আলোচিত তথাকথিত ‘লাভ জিহাদ’-এর মূল কারণ হলো পরিবারের অভ্যন্তরে সঠিক আলোচনার অভাব। তাঁর মতে, বাইরের কোনো অপরিচিত ব্যক্তি যখন ঘরের একটি মেয়েকে প্রভাবিত করতে পারছে, তখন বুঝতে হবে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। এই সমস্যা রুখতে বাইরে লাঠি ধরার চেয়ে পরিবারের ভেতরে আত্মবিশ্লেষণ বেশি প্রয়োজন বলে তিনি দাবি করেছেন।
মায়ের ভূমিকাই প্রধান, ১২ বছর বয়স পর্যন্ত নজরদারির পরামর্শ: ভোপালে আয়োজিত ‘স্ত্রী শক্তি সংবাদ’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভাগবত বলেন, একটি শিশুর চারিত্রিক ও নৈতিক ভিত্তি তৈরি হয় তার জীবনের প্রথম ১২ বছরে। আর এই কাজে মা-ই হলেন শ্রেষ্ঠ কারিগর। তিনি অভিভাবকদের প্রশ্ন করেন, “কীভাবে একজন অপরিচিত ব্যক্তি একটি মেয়েকে ভুল পথে চালিত করতে পারে?” ভাগবতের বক্তব্য, পরিবারে যদি নিয়মিত নৈতিক শিক্ষা ও আদর্শ নিয়ে আলোচনা হয়, তবে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। এছাড়া পুরুষ ও নারীর সমান অংশীদারিত্ব এবং মহিলাদের ওপর অযথা বিধিনিষেধ তুলে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
ওয়াইসির পালটা আক্রমণ ও রাজনৈতিক তরজা: মোহন ভাগবতের এই মন্তব্যের পরই সরব হয়েছেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। মহারাষ্ট্রের অমরাবতীতে দাঁড়িয়ে ওয়েইসি পালটা প্রশ্ন তোলেন, “যদি লাভ জিহাদ সত্যিই ঘটে থাকে, তবে গত ১১ বছরের তথ্য সংসদে পেশ করা হচ্ছে না কেন?” তিনি কটাক্ষ করে বলেন, লাভ জিহাদের সংজ্ঞা না দিয়ে বিজেপি ও আরএসএস-এর উচিত চীন সীমান্ত বা বেকারত্বের মতো বড় সমস্যাগুলো নিয়ে কথা বলা। প্রাপ্তবয়স্কদের নিজের সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার রয়েছে বলেও তিনি মনে করিয়ে দেন।