“পুরো কাশ্মীরই ভারতের!” ব্রিটিশ সাংসদের হুঙ্কারে কাঁপল পাকিস্তান, জয়পুরে দাঁড়িয়ে বড় বয়ান

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ— এই অবস্থানে আবারও সিলমোহর দিলেন ব্রিটেনের কনজারভেটিভ পার্টির প্রভাবশালী সাংসদ বব ব্ল্যাকম্যান। রাজস্থানের জয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাফ জানান, জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ ভূখণ্ডই ভারতের সঙ্গে পুনরেকত্রীকরণ হওয়া উচিত। শুধু তাই নয়, কাশ্মীর উপত্যকার একাংশে পাকিস্তানের উপস্থিতিকে ‘অবৈধ দখল’ বলে কড়া ভাষায় নিন্দা করেছেন তিনি।
১৯৯২ সাল থেকেই ৩৭০ ধারা বিলোপের পক্ষে ছিলেন ব্ল্যাকম্যান: সাংসদ বব ব্ল্যাকম্যান মনে করিয়ে দেন, কাশ্মীর নিয়ে তাঁর এই অবস্থান নতুন নয়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০ ধারা প্রত্যাহারের বহু আগে, সেই ১৯৯২ সাল থেকেই তিনি এই বিশেষ মর্যাদা বিলোপের দাবি জানিয়ে আসছিলেন। ১৯৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের যেভাবে ভিটেমাটি থেকে বিতাড়িত করা হয়েছিল, তাকে ‘চরম অবিচার’ বলে উল্লেখ করেন তিনি। লন্ডনে বসেও তিনি সেই সময় পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন।
পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ কটাক্ষ: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কার্যত ধুয়ে দিয়েছেন এই ব্রিটিশ সাংসদ। তাঁর মতে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর আদতে একটি বেআইনি দখলদারি। ভারতের পাল্টা সন্ত্রাসদমন অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করে তিনি আন্তর্জাতিক মহলে প্রশ্ন তোলেন, পাকিস্তানে আসলে দেশ চালাচ্ছে কে? সেনাবাহিনী না কি সরকার? সীমান্ত পারের সন্ত্রাস বন্ধ না হলে শান্তি যে ভঙ্গুর, সেই সতর্কবার্তাও দিয়েছেন তিনি। পরিশেষে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ববাসীকে ভারতের পাশে দাঁড়ানোর জোরালো আহ্বান জানান ব্ল্যাকম্যান।