বিচ্ছেদের ঘোষণার পরই মাহির রহস্যময় পোস্ট! ১৪ বছরের দাম্পত্য ভাঙার যন্ত্রণায় কি জয়কেই বিঁধলেন মাহি?

টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় জুটি জয় ভানুশালি ও মাহি বিজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি পড়ল। রবিবার ৪ জানুয়ারি একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে জানান এই তারকা দম্পতি। তবে এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মাহির একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের ধারণা, জীবনযুদ্ধের এই কঠিন সময়ে নিজের মনের চাপা যন্ত্রণাই স্টোরির মাধ্যমে তুলে ধরছেন অভিনেত্রী।
বিচ্ছেদের খবরের রেশ কাটতে না কাটতেই মাহি তাঁর প্রথম স্টোরিতে মেয়ে তারার একটি মিষ্টি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, খুদে তারা স্লাইডে খেলায় মত্ত। মা হিসেবে সন্তানদের প্রতি যে তাঁর দায়িত্ব বিন্দুমাত্র কমবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে বিতর্কের সূত্রপাত হয় তাঁর পরের পোস্টগুলি থেকে। মাহি একটি লেখায় লেখেন, “মানুষের সুন্দর মন ও ভালো এনার্জির কারণ হয়ে ওঠো।” কিন্তু শেষ পোস্টে যেন ঝরে পড়েছে চরম হতাশা। সেখানে লেখা ছিল, “তুমি যদি ভাবো মানুষ তোমার জন্য ঠিক ততটাই করবে যতটা তুমি করো, তবে শেষমেশ হতাশ হতে হবে।”
বিচ্ছেদের বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন যে, আলাদা হলেও তাঁরা সন্তানদের (তারা, খুশি এবং রাজবীর) স্বার্থে একে অপরের পাশে থাকবেন এবং বন্ধুত্ব বজায় রাখবেন। মাহি তাঁর একটি স্টোরিতে জয়ের প্রতি সম্মান জানিয়ে লিখেছেন যে, যাঁরা তাঁর সন্তানদের ভালোবাসেন, তাঁদের প্রতি মাহির হৃদয়ে সর্বদা বিশেষ জায়গা থাকবে। ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়া এই জুটির বিচ্ছেদ ভক্তদের জন্য বড় ধাক্কা হলেও, মাহি স্পষ্ট করে দিয়েছেন যে এখন থেকে তাঁর পৃথিবী আবর্তিত হবে সন্তানদের ঘিরেই।