কুয়াশার চাদরে ঢাকা বাংলা, বেলা বাড়লেও কাটছে না আঁধার! আগামী কয়েক দিনে কতটা বাড়বে শীত?

হিমেল হাওয়ার দাপটে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসল শীত। সোমবার সকাল থেকেই কলকাতায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় পারদ পতন হয়েছে প্রায় আড়াই ডিগ্রি। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়া অবাধে ঢুকতে শুরু করেছে বঙ্গে, যার প্রভাবে আগামী ৩-৪ দিনে ঠান্ডার দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস।
জেলায় জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি: কেবল কলকাতাই নয়, জেলাগুলোতেও পারদ পতনের দৌড় অব্যাহত। বাঁকুড়া, বর্ধমান ও শ্রীনিকেতনে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উত্তরের দার্জিলিং এখন হিমাঙ্কের প্রায় কাছাকাছি (৩.৪ ডিগ্রি)।
কুয়াশার দাপট ও দৃশ্যমানতা: সকাল ৬টা বাজলেও ঘন কুয়াশার জেরে অনেক জায়গায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। বেলা গড়ালেও রোদের দেখা মিলছে দেরিতে। আবহাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও এখন ফের পারদ নামার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে শহর থেকে গ্রাম— সর্বত্রই এখন লেপ-কম্বলের ওম আর হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় থাকবে।
একনজরে আজকের তাপমাত্রা:
দার্জিলিং: ৩.৪° সেলসিয়াস
বহরমপুর ও কল্যাণী: ৯° সেলসিয়াস
বাঁকুড়া ও শ্রীনিকেতন: ৯.১° সেলসিয়াস
আলিপুর (কলকাতা): ১২.৫° সেলসিয়াস