শীতে বিদ্যুৎ খরচ কমানোর ৫ কৌশল, জেনেনিন সহজ কিছু উপায়

ক্যালেন্ডারের পাতায় জাঁকিয়ে শীত পড়তেই বাঙালির ঘরে ঘরে এখন গিজার, রুম হিটার আর ইলেকট্রিক কেটলির রমরমা। হাড়কাঁপানো ঠান্ডায় এই যন্ত্রগুলো আরাম দিলেও মাসের শেষে ইলেকট্রিক বিল দেখে অনেকেরই ঘাম ছুটছে। তবে সামান্য সচেতনতা আর স্মার্ট কিছু কৌশল মানলে শীতের আমেজ বজায় রেখেও বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

জেনে নিন বিদ্যুৎ সাশ্রয়ের ৫টি মোক্ষম উপায়:

১. রোদের সঠিক ব্যবহার: দিনের বেলা ঘরের জানালা ও পর্দা খুলে দিন। সূর্যের আলো ঘরে ঢুকলে ঘর প্রাকৃতিক ভাবেই উষ্ণ থাকে, ফলে আলাদা করে রুম হিটার চালানোর প্রয়োজন পড়ে না। তবে বিকেলের দিকে ঠান্ডা বাতাস ঢোকার আগেই জানালা বন্ধ করে দিন, যাতে ঘরের ভেতরের উষ্ণতা দীর্ঘক্ষণ বজায় থাকে।

২. গিজার ব্যবহারে স্মার্ট হোন: অনেকেই অলসতার কারণে সারাদিন গিজার অন রেখে দেন, যা বিদ্যুৎ বিল বাড়ার প্রধান কারণ। ব্যবহারের ১৫-২০ মিনিট আগে গিজার চালান এবং কাজ শেষ হলেই সুইচ অফ করুন। এছাড়াও গিজারের তাপমাত্রা খুব বেশি না রেখে ‘মিডিয়াম’ বা ৬০ ডিগ্রির আশেপাশে সেট করে রাখুন।

৩. হিটার ও এসি ব্যবহারে সতর্কতা: রুম হিটার প্রচুর পরিমাণে বিদ্যুৎ টানে। ঘর গরম হয়ে গেলে হিটার বন্ধ করে দিন। দীর্ঘক্ষণ হিটার না চালিয়ে বদলে গরম পোশাক বা ভারী কম্বল ব্যবহার করুন। মনে রাখবেন, পুরোনো হিটারের তুলনায় আধুনিক ‘এনার্জি স্টার’ রেটেড ডিভাইসগুলো অনেক কম বিদ্যুৎ খরচ করে।

৪. এলইডি (LED) ও আধুনিক যন্ত্রপাতির ম্যাজিক: পুরোনো ফিলামেন্ট বাল্ব বা টিউবলাইটের বদলে ব্যবহার করুন এলইডি বাল্ব। এটি শুধু উজ্জ্বল আলোই দেয় না, বিদ্যুৎ খরচও প্রায় ৮০ শতাংশ কমিয়ে দেয়।

৫. স্ট্যান্ডবাই মোড থেকে মুক্তি: আমরা অনেকেই টিভি, মাইক্রোওয়েভ বা ল্যাপটপ চার্জার প্লাগ পয়েন্টে লাগিয়ে সুইচ অন করে রাখি। যন্ত্রটি বন্ধ থাকলেও ‘স্ট্যান্ডবাই মোডে’ এটি সামান্য করে বিদ্যুৎ টানতে থাকে। তাই কাজ শেষ হলে প্লাগ থেকে খুলে রাখা বা মেইন সুইচ বন্ধ করা সবথেকে বুদ্ধিমানের কাজ।

এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার দৈনন্দিন অভ্যাসে আনলে মাস শেষে বিদ্যুৎ বিলের বড় ধাক্কা থেকে সহজেই রেহাই পাবেন।