বিশেষ: সূর্যের বছরে শনির কৃপা ২০২৬ সালে ৬ রাশির ভাগ্যে কি ঘটবে, জেনেনিন বিস্তারিত

জ্যোতিষশাস্ত্রে ২০২৬ সালকে ‘সূর্যের বছর’ হিসেবে গণ্য করা হচ্ছে। একদিকে সূর্য যখন কর্তৃত্ব ও শক্তির প্রতীক, অন্যদিকে শনিদেব হলেন কর্মফল ও ন্যায়ের দেবতা। ২০২৬ সালে শনিদেব সারা বছর মীন রাশিতে অবস্থান করবেন। বিশেষ বিষয় হলো, আগামী ২৭ জুলাই শনি বক্রী গতিতে চলতে শুরু করবেন এবং ১১ ডিসেম্বর ফের মার্গী হবেন। শনির এই চলন ১২টি রাশির জীবনেই বড় প্রভাব ফেলতে চলেছে।

কাদের ওপর সাড়েসাতি ও ঢাইয়ার কোপ? ২০২৬ সালে কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতির প্রভাব থাকবে। অন্যদিকে, সিংহ ও ধনু রাশির জাতকদের ওপর চলবে শনির ঢাইয়ার প্রভাব। ফলে এই পাঁচ রাশির জাতকদের সারা বছর অত্যন্ত সতর্ক থাকতে হবে।

রাশিফল ২০২৬: কার ভাগ্যে কী আছে?

  • মেষ রাশি: কর্মক্ষেত্র ও বাসস্থানে পরিবর্তনের প্রবল যোগ। হঠকারী সিদ্ধান্তে মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে সাবধানতা জরুরি।

  • বৃষ রাশি: আপনার জন্য বছরটি অত্যন্ত শুভ। আটকে থাকা কাজ উদ্ধার হবে, আইনি জটিলতা থেকে মুক্তি মিলবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে।

  • মিথুন রাশি: ক্যারিয়ারে স্থায়িত্ব আসবে। জমি বা বাড়ি কেনা নিয়ে বড় কোনো সুখবর পেতে পারেন। প্রতি শনিবার প্রদীপ দান করলে সুফল পাবেন।

  • কর্কট রাশি: পরিবারে ছোটখাটো অশান্তি হলেও বিবাহ ও সন্তান লাভের জন্য সময়টি অনুকূল। মানসিক শান্তির জন্য হনুমান চালিশা পাঠ করুন।

  • সিংহ রাশি: শনির ঢাইয়ার প্রভাবে বছরটি চ্যালেঞ্জিং হতে পারে। হুটহাট মেজাজ হারাবেন না। শনি মন্ত্র জপ করলে বিপদ কাটবে।

  • কন্যা রাশি: ব্যবসায় লাভের মুখ দেখবেন, আয়ের নতুন উৎস তৈরি হবে। তবে পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে।