৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান? ট্রাফিক পুলিশের কড়া বিধিনিষেধ না জানলে বিপদ!

নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাতে উৎসবের মেজাজে তিলোত্তমা। তবে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি শহরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার নির্দেশে জারি হয়েছে কড়া ট্রাফিক নির্দেশিকা। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পণ্যবাহী গাড়িতে কড়া নিষেধাজ্ঞা: ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে পরের দিন ভোর ৪টে ৩০ মিনিট এবং ১ জানুয়ারি বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ময়দান ও এসপ্ল্যানেড সংলগ্ন এলাকায় কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না। তবে দুধ, ওষুধ, অক্সিজেন বা সবজির মতো জরুরি পরিষেবার গাড়ি এবং ১৬০০ কেজির কম ওজনের ছোট গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

রাস্তায় ‘ওয়ান-ওয়ে’ নিয়ম: ভিড় এড়াতে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় একাধিক রাস্তা ওয়ান-ওয়ে করে দেওয়া হয়েছে:

পার্ক স্ট্রিট: পশ্চিম থেকে পূর্ব দিকে।

শেক্সপিয়ার সরণি: পূর্ব থেকে পশ্চিম দিকে।

ক্যামাক স্ট্রিট: উত্তর থেকে দক্ষিণ দিকে।

রাসেল স্ট্রিট ও লিটল রাসেল স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তর দিকে। এছাড়াও রাসেল স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটের দিকে রাইট টার্ন নেওয়া যাবে না।

পার্কিং ও ট্রাম পরিষেবা: পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট এবং কিড স্ট্রিটে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হতে পারে। শহরবাসীর নিরাপত্তার স্বার্থে ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা এবং কালীঘাট মন্দিরে বাড়তি নজরদারি থাকবে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুপুর ১২টা থেকে আর.এ. কিডওয়াই রোড ও এলিয়ট রোড এলাকায় ট্রাম পরিষেবা বন্ধ রাখা হবে।