‘মূল সমেত উপড়ে ফেলব তৃণমূলকে!’ কলকাতায় শাহী হুঙ্কারে তোলপাড় বঙ্গ রাজনীতি

কলকাতা সফরে এসে রাজ্য রাজনীতির পারদ চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় এক মেগা সাংবাদিক বৈঠকে তিনি যেমন তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিলেন, তেমনই অনুপ্রবেশ এবং মতুয়াদের নাগরিকত্ব নিয়ে শোনালেন কড়া বার্তা।
এদিন দীর্ঘদিনের ‘সেটিং’ জল্পনা উড়িয়ে দিয়ে অমিত শাহ সাফ জানান, প্রধানমন্ত্রী মোদী বা বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো আঁতাত নেই। বিরোধীদের তোলা ‘সেটিং’ তত্ত্বকে নস্যাৎ করে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে মূল সমেত উপড়ে ফেলবে বিজেপি। এখানে কোনো আপসের জায়গা নেই।”
অনুপ্রবেশ ইস্যুতে শাহ বলেন, “বাংলায় যেভাবে অনুপ্রবেশ চলছে, তাতে রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।” পাশাপাশি মতুয়াদের দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে তিনি বড় আশ্বাস দিয়ে জানান, মতুয়ারা এদেশের নাগরিক এবং তাঁদের নাগরিকত্ব প্রদান প্রক্রিয়ায় কোনো বাধা থাকবে না।
সবচেয়ে চর্চিত প্রশ্নটি ছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে। সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কৌশলী অথচ দৃঢ় অবস্থান নিয়ে জানান, তদন্তকারী সংস্থাগুলি তাদের নিজস্ব নিয়মেই কাজ করছে। আইনের ঊর্ধ্বে কেউ নন। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা যে কড়া পদক্ষেপ চালিয়ে যাবে, তা এদিন তাঁর কথাতেই স্পষ্ট। শাহর এই ঝোড়ো ইনিংসের পর বঙ্গ বিজেপির অন্দরে খুশির হাওয়া, অন্যদিকে ঘাসফুল শিবিরে শুরু হয়েছে পাল্টা বাক্যবাণ।