“ঘোরালেই চালু হবে ক্যামেরা”-শাওমির নতুন ফোনে রয়েছে ম্যানুয়াল জুম রিং

স্মার্টফোন ফটোগ্রাফিকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে বৈপ্লবিক উদ্ভাবন নিয়ে এল চিনা টেক জায়ান্ট শাওমি। সম্প্রতি বাজারে উন্মোচিত হয়েছে ‘শাওমি ১৭ আলট্রা লাইকা এডিশন’। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে যুক্ত করা যান্ত্রিক ‘ম্যানুয়াল জুম রিং’। প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার লেন্সের মতো এই রিংটি ঘোরালেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে ক্যামেরা। স্মার্টফোনের ইতিহাসে এই প্রথম বাণিজ্যিকভাবে এমন যান্ত্রিক জুম কন্ট্রোল ব্যবহার করা হলো।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই জুম রিংটি এতটাই সংবেদনশীল যে মাত্র ০.০৩ মিলিমিটার নড়াচড়াও শনাক্ত করতে পারে। ফলে স্ক্রিনে স্পর্শ না করেই নিখুঁতভাবে জুম নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু জুম নয়, ব্যবহারকারীরা চাইলে এই রিংটিকে এক্সপোজার কম্পেনসেশন এবং ম্যানুয়াল ফোকাস অ্যাডজাস্ট করার কাজেও ব্যবহার করতে পারবেন।
ক্যামেরার স্পেসিফিকেশনেও শাওমি কোনো খামতি রাখেনি। ফোনটিতে রয়েছে ১-ইঞ্চি সেন্সরের ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি দানবীয় ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেই সঙ্গে থাকছে ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও সেলফি ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ প্রসেসর। ফোনটিতে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা মিলবে। এর ৬.৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেতে ৩,৫০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা পাওয়া যাবে, যা রোদেও ঝকঝকে ছবি নিশ্চিত করবে।
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬,৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। লাইকা এডিশনে বিশেষ ‘রেড ডট’ লোগো, টেক্সচার্ড ফিনিশ এবং ‘লাইকা মোমেন্টস’-এর মতো একগুচ্ছ প্রিমিয়াম ফিচার যুক্ত করা হয়েছে। বক্সের ভেতরে লেন্স ক্যাপ, ম্যাগনেটিক কেস এবং লাইকা ব্র্যান্ডেড ক্লিনিং ক্লথ দিয়ে ফোনটিকে একটি আস্ত প্রফেশনাল ক্যামেরা কিটের রূপ দিয়েছে শাওমি।