বিপাকে লুলু মল! বারবার নোটিস দিলেও মেলেনি উত্তর, কড়া ব্যবস্থা নিল ইনকাম ট্যাক্সবিপাকে লুলু মল! বারবার নোটিস দিলেও মেলেনি উত্তর, কড়া ব্যবস্থা নিল ইনকাম ট্যাক্স

রাজধানী লখনউয়ের বিখ্যাত লুলু মলের ওপর বড়সড় পদক্ষেপ নিল আয়কর দপ্তর। প্রায় ২৭ কোটি টাকার বকেয়া কর (Tax) পরিশোধ না করার অভিযোগে মলের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিজ বা ফ্রিজ করে দিয়েছেন আধিকারিকরা। আয়কর দপ্তরের পক্ষ থেকে বারবার নোটিস পাঠানো সত্ত্বেও মল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন এই কড়া ব্যবস্থা? বিভাগীয় সূত্রে খবর, লুলু মলের বিরুদ্ধে ২৭ কোটি টাকার ট্যাক্স ডিমান্ড নোটিস বকেয়া ছিল। দীর্ঘদিন ধরে কর পরিশোধের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও মল ম্যানেজমেন্ট তা নিয়ে কোনো হেলদোল দেখায়নি। এরপরই নিয়মানুযায়ী ব্যবস্থা নিয়ে লখনউয়ের ‘ব্যাঙ্ক অফ বরোদা’-তে থাকা লুলু মলের মূল অ্যাকাউন্টটি ‘অ্যাটাচ’ করে দেয় আয়কর দপ্তর। এই প্রক্রিয়ার ফলে মল কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবে না। যদিও অ্যাকাউন্টে টাকা জমা পড়তে পারবে, তবে সেই টাকা বকেয়া কর মেটাতে ব্যবহার করার অধিকার থাকবে দপ্তরের।

তদন্তের মুখে লেনদেনের রেকর্ড আয়কর দপ্তরের তদন্তে মলের বেশ কিছু আর্থিক লেনদেনে অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে। কোম্পানির আর্থিক নথিপত্র খতিয়ে দেখে দপ্তরের আধিকারিকরা মনে করছেন, এখানে বড়সড় ট্যাক্স ফাঁকির ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে মলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ফলে ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই পদক্ষেপের পর তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে এবং মল কর্তৃপক্ষকে শীঘ্রই বিস্তারিত জবাবদিহি করতে বলা হতে পারে।

লুলু মল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রশাসনিক স্তরে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।