সোনার দামে রেকর্ড বৃদ্ধি! ১ লাখের গণ্ডি আগেই পেরিয়েছে, আজ ফের কত দাম বাড়ল জেনে নিন

২০২৫ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু বছর বিদায়ের প্রাক্কালে ফের একবার আকাশছোঁয়া হল সোনার দাম। গত কয়েকদিন দাম কিছুটা স্থিতিশীল থাকলেও, সপ্তাহের শেষে ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। যার ফলে গয়না কেনার পরিকল্পনা থাকলেও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আজ এক ধাক্কায় ১০ গ্রাম সোনার দাম ১০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারের এই অস্থিরতা বিক্রেতাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।

আজকের বাজার দর অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম দাঁড়িয়েছে ১,৩১,৯৫০ টাকা (বৃদ্ধি ১০০০ টাকা)। ১ গ্রাম কিনতে খরচ হবে ১৩,১৯৫ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১ লাখের গণ্ডি অনেক আগেই ছাড়িয়েছে। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৩৮,৮০০ টাকা (বৃদ্ধি ১০০০ টাকা)। ১ গ্রাম পাকা সোনা মিলছে ১৩,৮৮০ টাকায়। পাকা সোনার বাটের ক্ষেত্রেও দাম একই হারে বেড়েছে।

সোনার পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। ১ কেজি খুচরো রুপো কিনতে আজ খরচ হবে ২,২৯,৩০০ টাকা, যা গত দিনের তুলনায় একধাক্কায় ৭,৮০০ টাকা বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ২০২৬ সালে সোনার দাম আরও রেকর্ড গড়তে পারে। সোনার বিশুদ্ধতা মূলত ক্যারেটের ওপর নির্ভর করে। ২৪ ক্যারেট সোনা সবথেকে খাঁটি হলেও তা দিয়ে গয়না তৈরি করা যায় না, তাই গয়না তৈরির ক্ষেত্রে ২২ ক্যারেট বা তার কম ক্যারেটের সোনা ব্যবহার করা হয় যেখানে খাদ মেশানো থাকে।