ভারতীয় ভ্যাকসিনে ‘জাল’ তকমা অস্ট্রেলিয়ার! আন্তর্জাতিক মহলে তোলপাড়, কড়া জবাব দিল টিকা প্রস্তুতকারী সংস্থা।

আন্তর্জাতিক বাজারে ভারতীয় টিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে ফের সংঘাতের আবহ। অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান টিকা সংস্থা ‘অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন’ (ATAGI) ভারতের জনপ্রিয় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ‘অ্যাভায়রব’ (Abhayrab) নিয়ে একটি বিতর্কিত নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি, ভারতে নকল জলাতঙ্ক টিকা বিক্রি হচ্ছে, যার ফলে ১ নভেম্বর ২০২৩-এর পর নেওয়া ভারতীয় টিকা অবৈধ বলে গণ্য হতে পারে। এই নির্দেশিকার বিরুদ্ধেই এবার গর্জে উঠেছে প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাস লিমিটেড (IIL)।

একটি ব্যাচের ভ্রান্তি, না কি পরিকল্পিত ষড়যন্ত্র? আইআইএল-এর দাবি, এতাগির এই পরামর্শ অত্যন্ত সাধারণ এবং এটি সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি মাসে তারা নিজেরাই ‘KA24014’ নামক একটি নির্দিষ্ট ব্যাচের ভ্যাকসিনে অনিয়ম খুঁজে পেয়েছিল এবং সাথে সাথে ড্রাগ কন্ট্রোলারকে (CDSCO) জানিয়েছিল। কেবল একটি ব্যাচের সমস্যার জন্য গোটা ২৫ বছরের পুরনো একটি ব্র্যান্ডকে কাঠগড়ায় তোলা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিশ্বস্ত ব্র্যান্ডের ২৫ বছরের ইতিহাস অ্যাভায়রব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সমস্ত মানদণ্ড মেনেই তৈরি হয়। গত ২৫ বছরে ভারত ও আন্তর্জাতিক বাজারে এই টিকার ২১ কোটিরও বেশি ডোজ সরবরাহ করা হয়েছে। ভারতের বর্তমান বাজারের প্রায় ৪০ শতাংশই এই ভ্যাকসিনের দখলে। আইআইএল-এর অভিযোগ, এতাগি তাদের নির্দেশিকায় স্পষ্ট করেনি যে জালিয়াতিটি কেবল একটি ব্যাচের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর ফলে চিকিৎসক ও রোগীদের মধ্যে অহেতুক ভয়ের সৃষ্টি হচ্ছে।

আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে দাবি বিশ্বের বৃহত্তম টিকা সরবরাহকারী দেশ হিসেবে ভারত তার ভাবমূর্তি নিয়ে আপস করতে নারাজ। আইআইএল অবিলম্বে এতাগির কাছে তাদের নির্দেশিকা পর্যালোচনার আবেদন জানিয়েছে। তাদের যুক্তি, একটি নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে পুরো ভারতীয় টিকাকরণ কর্মসূচির ওপর প্রশ্ন তোলা অনুচিত।