বিরাটকে প্যাভিলিয়নে পাঠিয়ে স্বপ্নপূরণ! দিল্লির বিরুদ্ধে ৪ উইকেট নিয়েও কেন মন ভাঙল বিশালের?

বিজয় হাজারে ট্রফিতে এক তরুণ তুর্কির দাপটে কুপোকাত তাবড় তাবড় ব্যাটাররা। খবরের শিরোনামে এখন শুধুই বিশাল জয়সওয়াল। দিল্লির বিরুদ্ধে ম্যাচে বল হাতে আগুন ঝরালেন তিনি। তাঁর শিকারের তালিকায় রয়েছেন স্বয়ং বিরাট কোহলি ও ঋষভ পন্থের মতো মহাতারকারা। ১০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছেন এই বোলার।

ম্যাচটিতে বিশাল শুধুমাত্র বিরাট কোহলিকেই ফেরাননি, বরং ঋষভ পন্থকে ক্লিন বোল্ড করে গ্যালারিতে স্তব্ধতা নামিয়ে আনেন। এরপর অর্পিত রানা এবং নীতিশ রানার উইকেট তুলে নিয়ে দিল্লির ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাঁর এই নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে দিল্লি ৫০ ওভারে ২৫৪ রানে আটকে যায়। কোহলিকে আউট করার পর বিশালের আনন্দ ছিল বাঁধভাঙ্গা, আর ম্যাচ শেষে কিং কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ উপহার তাঁর দিনটিকে স্মরণীয় করে রেখেছে।

 

View this post on Instagram

 

A post shared by VISHAL JAYSWAL (@vishal__official07)

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও বিশালের দলের ভাগ্য সহায় ছিল না। ২৪৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তাঁর দল ৪৭.৪ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায়। মাত্র ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচটি হারতে হয় তাঁদের। ম্যাচ হারলেও কোহলি, পন্থ ও রানার মতো আইপিএল তারকাদের আউট করে বিশাল জয়সওয়াল বুঝিয়ে দিয়েছেন যে, আগামী দিনে ভারতীয় ক্রিকেটে তিনি লম্বা রেসের ঘোড়া।