ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নাম! আজ থেকেই শুরু SIR শুনানি, কাদের ডাকবে কমিশন?

ভোটার তালিকা ১০০ শতাংশ নির্ভুল করতে এবার কার্যত যুদ্ধকালীন তৎপরতায় নামল নির্বাচন কমিশন। শনিবার থেকেই শুরু হচ্ছে এসআইআর (SIR) বা স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্টের শুনানি পর্ব। এই প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে, আগামী দিনের চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে। মূলত ভুয়ো ভোটার রুখতে এবং যোগ্য নাগরিকদের নাম তালিকায় সুনিশ্চিত করতেই কমিশনের এই কড়া পদক্ষেপ।
কাদের ডাকা হবে এই শুনানিতে? কমিশন সূত্রে খবর, প্রথম দফার শুনানিতে মূলত তাঁদেরই ডাকা হচ্ছে যাঁরা বিএলও (BLO)-দের কাছে নির্দিষ্ট নথি জমা দেননি কিংবা যাঁদের ‘ইনিউমারেশন ফর্ম’-এ তথ্যের ভুল রয়েছে। এছাড়াও, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম নেই এমন ভোটারদেরও শুনানির মুখোমুখি হতে হবে। যারা কমিশনের নজরে ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত, তাঁদের নাম-পদবির গরমিল বা নথির সমস্যা মেটাতেও এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলও স্তরে সমস্যা সমাধান না হলে তাঁদের সশরীরে হাজিরা দিতে হতে পারে।
যাচাই হবে দুই স্তরে: নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার জমা পড়া নথি দু’বার করে যাচাই করা হবে। প্রথমে ইআরও (ERO) এবং পরে মাইক্রো অবজার্ভাররা প্রতিটি ডিজিটাল ফর্ম খতিয়ে দেখবেন। কমিশনের ৯ দফার নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, জন্ম-মৃত্যুর শংসাপত্র এবং অন্যান্য সরকারি নথির সঙ্গে ভোটার তথ্যের মিল থাকা বাধ্যতামূলক। প্রায় ৪,৬০০ জন মাইক্রো অবজার্ভারকে এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় না ঢোকেন, সেদিকে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন।