IT-ম্যানেজারকে অচেতন করে গণধর্ষণ, কাঠগড়ায় খোদ কোম্পানির CEO

উৎসবের মরশুমে ফের একবার নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। রাজস্থানের উদয়পুরে এক মহিলা আইটি কর্মীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সংস্থার সিইও-র বিরুদ্ধে। গত শনিবারের এই নৃশংস ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। অভিযুক্ত সিইও জীতেশ সিসোদিয়া একজন আইআইটি (IIT) স্নাতক। এই ঘটনায় সিইও সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওই তরুণী। পার্টি শেষে তিনি যখন একাকী বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন তাঁরই অফিসের সিইও জীতেশ, সংস্থার এক মহিলা এগজিকিউটিভ হেড এবং তাঁর স্বামী তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। পরিচিত এবং ভরসার জায়গা থেকেই তাঁদের গাড়িতে ওঠেন ওই তরুণী। কিন্তু মাঝপথে গাড়ি থামিয়ে দোকান থেকে একটি সিগারেট কেনা হয়। নির্যাতিতার অভিযোগ, তাঁকে সেই সিগারেটটি খেতে বাধ্য করা হয়েছিল এবং সেটির স্বাদ ছিল অত্যন্ত অস্বাভাবিক।
সিগারেট খাওয়ার কিছুক্ষণ পরেই ওই তরুণী অচৈতন্য হয়ে পড়েন। পরদিন সকালে যখন তাঁর জ্ঞান ফেরে, তখন তিনি বুঝতে পারেন যে অচৈতন্য অবস্থায় তাঁর ওপর পাশবিক অত্যাচার ও গণধর্ষণ চালানো হয়েছে। এই ভয়াবহ অভিজ্ঞতার পর তিনি সরাসরি থানায় গিয়ে সিইও এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উদয়পুরের এসপি যোগেশ বয়াল জানিয়েছেন, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার দেওয়া হয়েছে এএসপি মাধুরী ভার্মাকে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা। অভিযুক্ত জীতেশ সিসোদিয়া আইআইটি-র মতো নামী প্রতিষ্ঠানের ছাত্র হয়েও এমন ঘৃণ্য অপরাধে যুক্ত থাকায় স্তম্ভিত সাধারণ মানুষ। কর্পোরেট জগতেও এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।