বড়দিনে নদীয়ায় শোকের ছায়া, নিয়ন্ত্রণ হারিয়ে লরির তলায় বাইক আরোহী, ঘাতক চালকের খোঁজে তল্লাশি পুলিশের

উৎসবের আবহে নদীয়ায় শোকের ছায়া। তেহট্টের মালিয়াপোতা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ২৩-এর এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ঋক ঘোষ। ধুবুলিয়া থানার চোয়াখালি এলাকার বাসিন্দা ওই যুবক বৃহস্পতিবার কৃষ্ণনগরের দিক থেকে বাইকে চেপে তেহট্টের দিকে যাচ্ছিলেন। মালিয়াপোতা এলাকায় হঠাৎই তাঁর সামনে এক সাইকেল আরোহী চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান ঋক।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ঋক ঘোষ রাস্তার ওপর পড়ে যান। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকের মাথায় হেলমেট থাকলেও লরির চাকার তলায় আসায় প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে ঘাতক লরিটি পলাতক। পুলিশ লরিটিকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতা প্রচার চালানো সত্ত্বেও উৎসবের মরশুমে এই ধরনের দুর্ঘটনা ট্রাফিক নিরাপত্তার ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। মৃত যুবকের পরিবারে এখন কান্নার রোল। পুলিশ সকলকে ট্রাফিক নিয়ম মেনে এবং সর্বোচ্চ সতর্কতায় গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে।