রাতের ঘুম হালকা নাকি গভীর হলো জানাবে স্মার্টওয়াচ, ফিচারে টেক্কা দেবে অ্যাপলকেও?

স্মার্টওয়াচ প্রেমীদের জন্য সুখবর! জনপ্রিয় টেক জায়ান্ট ওয়ানপ্লাস (OnePlus) বাজারে নিয়ে এল তাদের নতুন চমক— OnePlus Watch Lite। প্রিমিয়াম ডিজাইন এবং অত্যাধুনিক ফিচারের ঠাসা এই ঘড়িটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। বিশেষ করে এর ডিসপ্লে এবং হেলথ ট্র্যাকিং ফিচারগুলো এখন আলোচনার তুঙ্গে।
ডিসপ্লে যা রোদেও ঝকঝক করবে: এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৬ ইঞ্চির গোলাকার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এর সবচেয়ে বড় চমক হলো ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস, যা কড়া রোদেও স্ক্রিনকে রাখবে একদম পরিষ্কার। সুরক্ষার জন্য এতে ২.৫ডি কার্ভড গ্লাস এবং নীলকান্তমণি স্ফটিক (Sapphire Crystal) ব্যবহার করা হয়েছে।
এক চার্জে ১০ দিনের নিশ্চিন্ত ব্যবহার: ব্যাটারি ব্যাকআপ নিয়ে ওয়ানপ্লাস বড় দাবি করেছে। এতে ৩৩৯ এমএএইচ ব্যাটারি রয়েছে যা সাধারণ ব্যবহারে ১০ দিন এবং অলওয়েজ-অন ডিসপ্লে মোডে ৪ দিন পর্যন্ত চলবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ফাস্ট চার্জিং— মাত্র ১০ মিনিটের চার্জে এটি ২৪ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে। সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৯০ মিনিট।
আপনার স্বাস্থ্যের সার্বক্ষণিক পাহারাদার: হেলথ ফিচারের দিক থেকে এটি একটি মিনি ক্লিনিক বললেও ভুল হয় না। হৃদস্পন্দন মাপা, রক্তের অক্সিজেন (SpO2) ট্র্যাকিং, শরীরের তাপমাত্রা এবং মানসিক চাপ পরিমাপের সুবিধা রয়েছে এতে। এর ‘স্লিপ ট্র্যাকিং’ সিস্টেম অত্যন্ত উন্নত; যা গভীর ঘুম থেকে শুরু করে ঘুমের মধ্যে আপনার শ্বাস-প্রশ্বাসের হার পর্যন্ত নিখুঁতভাবে জানাবে।
বয়স্কদের জন্য বিশেষ সুরক্ষা: ঘড়িটিতে রয়েছে ‘ফল ডিটেকশন’ সেন্সর। অর্থাৎ ব্যবহারকারী হঠাৎ পড়ে গেলে ঘড়িটি তা শনাক্ত করতে পারবে, যা বয়স্কদের জন্য অত্যন্ত জীবনদায়ী ফিচার হতে পারে। এছাড়া মহিলাদের মাসিক চক্র ট্র্যাকিং এবং মাত্র ৬০ সেকেন্ডের কুইক হেলথ চেকআপ সুবিধাও রয়েছে।
ফিটনেস ও কানেক্টিভিটি: ১০০টিরও বেশি স্পোর্টস মোড সহ এটি হাঁটা, দৌড়ানো বা সাইক্লিংয়ের মতো ৬টি অ্যাক্টিভিটি অটোমেটিক শনাক্ত করতে পারে। এতে ব্লুটুথ কলিং, জিপিএস এবং ডুয়াল-ফোন পেয়ারিংয়ের সুবিধা আছে, যার মাধ্যমে একই সাথে দুটি ফোনের সাথে ঘড়িটি কানেক্ট করা যাবে। ৫ATM এবং IP68 রেটিং থাকায় এটি জল ও ধুলোবালি থেকে সম্পূর্ণ সুরক্ষিত। বর্তমানে ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারে এটি সিলভার এবং ব্ল্যাক স্টেইনলেস-স্টিল ফিনিশ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে।