বিষ্ণুপুরে ছাত্রীকে বিষ খাইয়ে ‘খুন’, এক মাসেও অধরা অভিযুক্ত! পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মৃতার বাবা

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় এক কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। গত ২৫ নভেম্বর কম্পিউটার ক্লাস থেকে ফেরার পথে প্রতিবেশী এক যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। দীর্ঘ এক মাস কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার মৃত্যু হয় মেয়েটির। এই খবর পৌঁছাতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়।
মৃতার বাবার অভিযোগ, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই তাঁর মেয়েকে উত্যক্ত করত। বিষয়টি পঞ্চায়েত স্তর থেকে শুরু করে পুলিশকে জানানো হলেও কোনো লাভ হয়নি। এমনকি অভিযোগ করার পর হাসপাতাল থেকে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। নিহতের বাবা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “আজ পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা তলানিতে। ১৮-১৯ বছরের একটি মেয়ে স্বাধীনভাবে চলতে পারল না। ৩০ নভেম্বর এফআইআর করা সত্ত্বেও পুলিশ এক মাসেও খুনিকে ধরতে পারল না।”
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও দাবি করেন, খুনের ঘটনায় অভিযুক্ত ফেরার থাকলেও, গ্রামবাসীর ভাঙচুরের ঘটনায় পুলিশ মাত্র ১২ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে। এই বৈষম্যমূলক আচরণের জন্য তিনি শাসক দল ও প্রশাসনের তীব্র সমালোচনা করেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার বিশপ সরকার জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।