বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত্যু! রাজবাড়ীতে পিটিয়ে খুন অমৃত মণ্ডলকে, নেপথ্যে কি মৌলবাদ না গণরোষ?

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই ফের এক চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা সামনে এল। ওপার বাংলার রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। দীপু দাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় ফের দানা বেঁধেছে বিতর্ক।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, পাংশা এলাকার একটি বাড়িতে টাকা তুলতে গিয়েছিলেন সম্রাট ও তাঁর দলবল। সংশ্লিষ্ট পরিবার টাকা দিতে অস্বীকার করলে চিৎকার শুরু হয় এবং গ্রামবাসীরা জড়ো হয়ে যান। সম্রাটের সঙ্গীরা পালিয়ে গেলেও উন্মত্ত জনতার হাতে ধরা পড়ে যান অমৃত। এরপরই শুরু হয় গণপিটুনি। পুলিশ খবর পেয়ে সম্রাটকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের দাবি, নিহত অমৃত মণ্ডলের বিরুদ্ধে থানায় খুনের মামলাসহ একাধিক অভিযোগ ছিল। এদিকে সম্রাটের এক সহযোগী মহম্মদ সেলিমকে গ্রেফতার করেছে পাংশা থানার পুলিশ। তার কাছ থেকে দুটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনা কেবলই অপরাধ দমনে সাধারণ মানুষের ক্ষোভ, নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর উদ্দেশ্য রয়েছে— তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।