ছুটির মরশুমে টিকিট নিয়ে আর চিন্তা নেই! বর্ষবরণ ও নববর্ষে বিশেষ ট্রেনের ঘোষণা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

বর্ষবরণ ও উৎসবের মরশুমে পর্যটন ও যাতায়াতের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। বড়দিন এবং ২০২৬-এর নববর্ষ উপলক্ষে চালু হওয়া দুটি বিশেষ ট্রেনের পরিষেবার মেয়াদ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রী চাহিদা তুঙ্গে থাকায় এবং ট্রেনের লম্বা ওয়েটিং লিস্ট কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৫৬০৯/০৫৬১০ (গুয়াহাটি–সাইরাং–গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি আগামী ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর গুয়াহাটি থেকে ছাড়বে। ফিরতি পথে এটি ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর সাইরাং থেকে যাত্রা শুরু করবে। এছাড়াও, ০৫৬২৮/০৫৬২৭ (আগরতলা–গুয়াহাটি–আগরতলা) সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিষেবা ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি বৃহস্পতিবার আগরতলা থেকে এবং প্রতি শুক্রবার গুয়াহাটি থেকে এই ট্রেনটি চলাচল করবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, শিলিগুড়ি ও আগরতলা রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যাত্রীরা যাতে কোনো রকম হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারেন, তাই ট্রেনের ট্রিপ সংখ্যা ও সময়সীমা বাড়ানো হয়েছে। ট্রেনের আসন সংরক্ষণ ও বিস্তারিত সময়সূচি আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট ও রেলের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করা হয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01