লুধিয়ানার শিল্পপতির ৭ কোটি হাতালো সাইবার জালিয়াতরা! ইডির জালে এবার মাস্টারমাইন্ড নারী

ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল গ্রেফতারের নামে কোটি কোটি টাকার প্রতারণা! লুধিয়ানার বিশিষ্ট শিল্পপতি এস.পি. ওসওয়ালকে সিবিআই অফিসার সেজে ৭ কোটি টাকা প্রতারণা করার ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জলন্ধর জোনাল টিমের নেতৃত্বে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং অসমের মোট ১১টি স্থানে একযোগে চিরুনি তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা। এই অভিযানেই জালে ধরা পড়েছেন রুমি কলিতা নামে এক মহিলা।

তদন্তে উঠে এসেছে এক শিহরণ জাগানো তথ্য। সাইবার জালিয়াতরা সিবিআই আধিকারিক সেজে ও ভুয়ো বিচারবিভাগীয় নথি দেখিয়ে শিল্পপতি ওসওয়ালকে ভয় দেখায় এবং ৭ কোটি টাকা হাতিয়ে নেয়। ইডি জানিয়েছে, লুট করা অর্থের মধ্যে ৫.২৪ কোটি টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া সম্ভব হলেও, বাকি টাকা ডেলিভারি বয় বা শ্রমিকদের নামে খোলা ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই বিপুল পরিমাণ অর্থ পাচার ও আড়াল করার নেপথ্যে মূল ভূমিকা ছিল ধৃত রুমি কলিতার।

পিএমএলএ (PMLA) আইনের অধীনে রুমি কলিতাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারীদের দাবি, এই মহিলা খচ্চর বা ‘মিউল’ অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার টাকার একাংশ কমিশন হিসেবে নিতেন। গুয়াহাটির আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার পর তাঁকে জলন্ধরের বিশেষ আদালতে তোলা হলে বিচারক আগামী ২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই আন্তঃরাজ্য সাইবার গ্যাংয়ের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতেই এখন মরিয়া তদন্তকারীরা।

Dipak Barman01
  • Dipak Barman01