‘তৃণমূলের শেষ সময় চলে এসেছে!’ ২৬-এর আগে সুকান্ত মজুমদারের হুঙ্কারে তোলপাড় বঙ্গ রাজনীতি

চব্বিশের লড়াই মিটতেই এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং শাসকদলের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলে তিনি সাফ জানিয়ে দিলেন, তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে।

তৃণমূলের তথাকথিত ‘ভোটব্যাঙ্ক’ তথা সংখ্যালঘু ভোট নিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন সুকান্ত। তাঁর দাবি, “তৃণমূল কংগ্রেস যাদের উপর ভরসা করে টিকে আছে, সেই সংখ্যালঘুরা আগামীতে আর তাদের ভোট দেবে না। কারণ তাঁরা বুঝে গিয়েছেন যে তৃণমূল তাঁদের কেবল দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে।” সুকান্ত আরও অভিযোগ করেন যে, সংখ্যালঘুদের উন্নয়ন না করে তাঁদের কেবল ‘বোমা বাঁধা’ এবং ‘রাজনৈতিক ঝামেলায়’ লিপ্ত করা হয়। এর ফলে তাঁদের পরিবারের লোকেরাই জেল খাটছে, অথচ নেতারা আখের গুছিয়ে নিচ্ছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, মানুষ এখন বিকল্প খুঁজছে এবং বিজেপির ওপর আস্থা বাড়ছে। শাসকদলের দুর্নীতির পাহাড় এবং সাধারণ মানুষের ক্ষোভই তৃণমূলের পতনের কারণ হবে বলে তিনি মনে করেন। সুকান্তর এই ঝাঁঝালো মন্তব্য ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Dipak Barman01
  • Dipak Barman01