“ওরা শান্তির ধর্মকে হিংসার বানিয়ে ছেড়েছে!” বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে বিস্ফোরক রশিদ-পুত্র আরমান

বাংলাদেশে সাম্প্রতিক হিন্দু হত্যা এবং সাংস্কৃতিক কেন্দ্র ‘ছায়ানট’-এ বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার গর্জে উঠলেন প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী ও ওস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান। ওপার বাংলায় দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশে নিজের সমস্ত শো বাতিল করার বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভবিষ্যতে আর কখনও বাংলাদেশে পারফর্ম না করার কঠোর অবস্থান নিয়েছেন এই শিল্পী।
টিভি৯ বাংলায় নিজের ক্ষোভ উগরে দিয়ে আরমান খান বলেন, “আমি জানি না বাংলাদেশের মুসলিমরা নিজেদের কী ভাবতে শুরু করেছে। এভাবে লোকজনকে মারার অধিকার কারও নেই। এদের কর্মকাণ্ডের ফলে গোটা মুসলিম সমাজের বদনাম হচ্ছে। ওরা শান্তির ধর্মকে হিংসার ধর্মে পরিণত করেছে।” বাংলাদেশে আটকে থাকা নিজের হিন্দু বন্ধুদের দুর্দশার কথা জানিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, তাঁরা ভারতে আসার ভিসাও পাচ্ছেন না।
আরমানের এই প্রতিবাদী অবস্থানকে সমর্থন জানিয়েছেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনীয়া। তাঁর মতে, একজন সুস্থ ও রুচিশীল শিল্পীর এমন অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই স্বাভাবিক। অন্যদিকে, ছায়ানটে ঢুকে বাদ্যযন্ত্র ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করার ঘটনায় স্তম্ভিত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমি এই বাংলাদেশকে চিনতে পারছি না। কল্পনাও করতে পারছি না যে একটা সঙ্গীত প্রতিষ্ঠানে এমন হামলা হতে পারে।” ওপার বাংলার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।