শ্রাদ্ধবাড়ির ভোজ খেয়েই মড়ক! অসুস্থ ৫০, একের পর এক হাসপাতালে ভর্তি হওয়ায় গ্রামজুড়ে ত্রাহি ত্রাহি রব

শ্রাদ্ধবাড়ির ভোজ খেয়ে কালনা ও মন্তেশ্বরে লঙ্কাকাণ্ড! খাবার খাওয়ার পর থেকে প্রায় ৫০ জন আমন্ত্রিত গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই অসুস্থতা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বজায় রয়েছে, যা নিয়ে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গ্রামের এক বাসিন্দার বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের ভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে বহু মানুষ পাত পেড়ে খেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। আমন্ত্রিতদের মধ্যে একের পর এক ব্যক্তির পেটের অসহ্য যন্ত্রণা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে থাকে। বুধবার সেই সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে অসুস্থদের তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতাল এবং মন্তেশ্বর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে শিশু ও মহিলাসহ প্রায় ২০ জন কালনা হাসপাতালে চিকিৎসাধীন। মন্তেশ্বর হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন অনেকে। বৃহস্পতিবার বিকেলেও নতুন করে এক আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়ায় প্রশাসনের উদ্বেগের পারদ চড়েছে। অসুস্থদের প্রাথমিক ধারণা, ভোজের খাবারে কোনওভাবে বিষক্রিয়া হয়েছিল। ঘটনার পর থেকে গোটা গ্রামে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়া বা ‘ফুড পয়জনিং’-এর জেরেই এই ঘটনা। বর্তমানে ভর্তি থাকা রোগীদের অবস্থা স্থিতিশীল হলেও নজরদারি জারি রাখা হয়েছে।