‘মুখ্যমন্ত্রী হারবেনই!’ অটল-স্মরণে বিস্ফোরক শমীক, SIR নিয়ে চরম হুঁশিয়ারি!

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। বুধবার কলকাতায় আয়োজিত তেমনই এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে এই স্মরণসভা কেবল শ্রদ্ধাজ্ঞাপনেই সীমাবদ্ধ থাকেনি; মঞ্চ থেকেই রাজ্য সরকারকে তীব্র রাজনৈতিক আক্রমণে বিঁধলেন তিনি।
শমীক ভট্টাচার্যের নিশানায় ছিল রাজ্য সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ এবং বিশেষ করে ‘SIR’ (Special Investment Region) সংক্রান্ত বিষয়টি। শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, “তৃণমূল আজ জনবিচ্ছিন্ন। তারা মনে করছে প্রকল্পের নাম দিয়ে বা বিশেষ ব্যবস্থা করে ক্ষমতা ধরে রাখবে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন।” তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “এই মুহূর্তে যদি SIR বন্ধ করে দেওয়া হয়, তবুও মুখ্যমন্ত্রী হারবেন। মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো কৌশলই আর কাজ করবে না।”
এদিন বাজপেয়ীর আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে শমীক বলেন, অটলজি সুশাসনের রাজনীতি শিখিয়েছিলেন। কিন্তু বর্তমানে বাংলায় দুর্নীতির যে বাতাবরণ তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। শমীকের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে এবং তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের পরবর্তী সময়ে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে শমীকের এই ঝাঁঝালো মন্তব্য কর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল।