‘চিকেনস নেক’ কাটবে কে? বাংলাদেশের ফাঁপা হুঙ্কার থামিয়ে শিলিগুড়ি করিডরে ব্রহ্মানস্ত্র সাজাল ভারত!

ভারত-বাংলাদেশ সীমান্তে মাত্র ২২ কিলোমিটার চওড়া কৌশলগত এলাকা ‘চিকেনস নেক’ নিয়ে বাংলাদেশের কিছু ছাত্র-যুব নেতার আস্ফালন এখন অতীত। ভারতের এক পাল্টা পদক্ষেপেই যেন চুপসে গিয়েছে সেই ফাঁপা হুঁশিয়ারি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শিলিগুড়ি করিডরের অখণ্ডতা বজায় রাখতে ভারত সেখানে মোতায়েন করেছে ব্রহ্মস মিসাইল এবং বিশ্বের অন্যতম শক্তিশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেভাবে চিনের দিকে ঝুঁকেছে, তাতে দিল্লির উদ্বেগ বেড়েছে। বাংলাদেশের লালমণিরহাটে চিনা বায়ুসেনা ঘাঁটি তৈরির তোড়জোড় এবং ইউনূসের পাক সেনাপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতকে সীমান্ত সুরক্ষায় বাড়তি নজর দিতে বাধ্য করেছে। শিলিগুড়ির সুকনাতে ‘ত্রিশক্তি কোর’ বাহিনীর পাশাপাশি টি-৯০ ব্যাটল ট্যাঙ্ক এবং হাসিমারা এয়ার বেসে রাফাল যুদ্ধবিমান সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে ভারত ৮১৬০ কোটি টাকা ব্যয়ে দুটি আকাশ অ্যাডভান্সড মিসাইল সিস্টেম এবং ‘ভৈরব ব্যাটেলিয়ন’ মোতায়েন করেছে। এর পাশাপাশি সেনার নতুন ড্রোন বাহিনী ‘অশনি প্লাটুন’ এবং আত্মঘাতী কামিকাজে ড্রোন সেখানে পাহারায় রয়েছে। বামনি, কিষাণগঞ্জ ও চোপড়াতে তিনটি সুবিশাল সেনা-দুর্গ গড়ে তোলা হয়েছে, যাতে হামলা হলে বাংলা, সিকিম ও উত্তর-পূর্ব থেকে দ্রুত রসদ পৌঁছানো যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইউনূস এবং চিনের ‘স্যান্ডউইচ’ চাল রুখতে ভারত এখন ৩৬০ ডিগ্রি নিরাপত্তার ঢাল তৈরি করে ফেলেছে।

Dipak Barman01
  • Dipak Barman01