উন্নাও কাণ্ডে ‘বিচারের ভাষা’ নিয়ে সরব অখিলেশ! সেঙ্গারের জামিনের আবহে বিচারব্যবস্থাকে বড় পরামর্শ সপা প্রধানের

উন্নাও ধর্ষণ মামলার রেশ ধরে দেশের বিচারব্যবস্থায় ‘ভাষাগত অন্তর্ভুক্তি’ নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াল করলেন সমাজবাদী পার্টির (এসপি) জাতীয় সভাপতি অখিলেশ যাদব। তাঁর মতে, ন্যায়বিচারের ভাষা যদি সাধারণ মানুষের বোধগম্য না হয়, তবে সেই বিচারের সার্থকতা থাকে না। সম্প্রতি উন্নাও মামলার নির্যাতিতা আদালতের কার্যক্রম ইংরেজিতে পরিচালিত হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনেই অখিলেশ টুইট করেছেন, “ন্যায়বিচার তখনই নিশ্চিত হবে যখন ভুক্তভোগী বিচারের ভাষা বুঝতে পারবেন।”

বিচারের ক্ষেত্রে ভাষার বাধা দূর করার দাবি তুলে অখিলেশ বলেন, আদালতের এমন ভাষা ব্যবহার করা উচিত যা বিচারপ্রার্থীরা সহজেই বুঝতে পারেন। উন্নাও মামলার নির্যাতিতা জানিয়েছিলেন, তাঁর বিচার প্রক্রিয়া ইংরেজিতে হওয়ার ফলে তিনি পুরো বিষয়টি স্বচ্ছভাবে বুঝতে পারছেন না। অখিলেশ যাদবের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন দিল্লি হাইকোর্ট উন্নাও ধর্ষণ কাণ্ডের মূল সাজাপ্রাপ্ত কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিয়েছে।

উল্লেখ্য, গত ২৩শে ডিসেম্বর দিল্লি হাইকোর্ট সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে। নিম্ন আদালত ২০১৯ সালে তাকে দোষী সাব্যস্ত করেছিল। তবে ধর্ষণ মামলায় জামিন পেলেও এখনই জেলের বাইরে আসা হচ্ছে না এই প্রাক্তন বিজেপি নেতার। কারণ, নির্যাতিতার বাবার হেফাজতে মৃত্যুর ঘটনায় ১০ বছরের সাজা খাটছে সে, যে মামলায় সে এখনও জামিন পায়নি। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, সেঙ্গার নির্যাতিতার বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং কোনও হুমকি দিলে তৎক্ষণাৎ জামিন বাতিল হবে। অখিলেশের দাবি, এই আইনি মারপ্যাঁচ এবং প্রক্রিয়ার প্রতিটি ধাপ যেন সাধারণ মানুষ নিজের ভাষায় বুঝতে পারেন।

Dipak Barman01
  • Dipak Barman01