“তৃণমূলের খুব কষ্ট হচ্ছে”, শুভেন্দুর নিশানায় এবার কোন ‘SIR’? তোলপাড় রাজ্য রাজনীতি

মথুরাপুরের সাগরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একের পর এক বিস্ফোরক মন্তব্যে কার্যত তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। সভার শুরু থেকেই তাঁর নিশানায় ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনের একাংশ।

শুভেন্দু অধিকারী এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “দম থাকলে আমার ফাইলটা খুলুন আপনি।” দুর্নীতির অভিযোগ নিয়ে তাঁকে বারবার কোণঠাসা করার চেষ্টার জবাবে এই পাল্টা হুঙ্কার দিলেন তিনি। পাশাপাশি, তৃণমূলের অভ্যন্তরীণ অস্বস্তি বাড়িয়ে তিনি মন্তব্য করেন, “SIR হচ্ছে, তৃণমূলের খুব কষ্ট হচ্ছে।” যদিও এই ‘SIR’ বলতে তিনি ঠিক কাকে বুঝিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেতা জ্ঞানেশ কুমারের প্রতি কুরুচিকর আক্রমণ প্রসঙ্গেও তিনি সরব হন।

নির্বাচনী প্রক্রিয়া নিয়েও সরব হয়েছেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, বিগত নির্বাচনে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। তিনি বলেন, “মৃত ও ভুয়ো ভোট করিয়ে জিতেছে তৃণমূল। গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, পেশ পেশীবল ব্যবহার করে এই সরকার ক্ষমতায় টিকে আছে।” এই সরকারকে উৎখাত করার ডাক দিয়ে তিনি বলেন, “এই সরকারকে তাড়াতেই হবে।”

বক্তব্যের শেষভাগে শুভেন্দু অধিকারীর মন্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক প্রসঙ্গ। তিনি অভিযোগ করেন, “বাংলাদেশ থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিচ্ছে।” এর পাল্টা হিসেবে তিনি হিন্দু সংহতির ডাক দিয়ে বলেন, “ভারতের হিন্দুরাও দিপু দাসের পরিবারকে টাকা দিতে পারবে।” মথুরাপুরের এই সভা থেকে শুভেন্দুর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01