স্টেজে উঠতেই ট্রোলের বন্যায় প্রসেনজিৎ! বুম্বাদাসুর নাচ দেখে হেসে খুন নেটপাড়া, ধেয়ে এল তীব্র কটাক্ষ

শীতকাল মানেই বাংলার শহর থেকে গ্রামে গঞ্জে মাচা শো-এর ধুম। এই সময় গায়ক-গায়িকা থেকে শুরু করে টলিউডের বড় বড় তারকারাও ব্যস্ত থাকেন স্টেজ পারফরম্যান্সে। ভক্তদের খুব কাছ থেকে দেখা পাওয়ার এই সুযোগে অনেক সময়ই ঘটে যায় বিপত্তি। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীরা যখন দর্শকদের মনোরঞ্জন করতে স্টেজে নাচ বা গান শুরু করেন, তখনই অনেক সময় তা উপহাসের পাত্র হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক পরিস্থিতির শিকার হলেন টলিউডের ইন্ডাস্ট্রি তথা স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের একটি নাচের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নেটিজেনদের চুলচেরা বিশ্লেষণ। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে বুম্বাদা মাতিয়ে রাখলেও, এই ভিডিওতে তাঁর নাচ দেখে মোটেই সন্তুষ্ট নন একাংশ। বরং কমেন্ট বক্সে উপচে পড়ছে ব্যঙ্গাত্মক মন্তব্য। শিব শংকর দে নামে এক নেটিজেন সপাটে লিখেছেন, “৯০ দশক জুড়ে জ্বালিয়ে মেরেছে। ক্যাবলা, আনস্মার্ট… জঘন্য অভিনয় আর নিম্নমানের সিনেমা করে ইন্ডাস্ট্রির বেহাল দশা করে দিয়েছে।”

কটাক্ষ এখানেই থেমে থাকেনি। রাজ চক্রবর্তী নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, “গ্রামে গ্রামে মাচা করেই তো এদের গাড়ি ফ্ল্যাট হয়।” আবার কেউ কেউ অভিনেতার নাচের ভঙ্গি দেখে সেটিকে ‘ব্যায়াম’-এর সঙ্গে তুলনা করেছেন। এমনকি তাঁর আইকনিক ডায়লগ “মা আমি চুরি করিনি মা” টেনেও ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ার যুগে একজন উচ্চমানের অভিনেতা মানেই যে তিনি স্টেজে ভালো পারফর্ম করবেন, এমনটা মানতে নারাজ আজকের দর্শক। প্রসেনজিতের মতো মহাতারকাকে নিয়ে এই ধরণের ট্রোলিং এখন টলিপাড়ার নতুন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই প্রশ্ন, সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে যখন দেব-জিৎ বা প্রসেনজিতরা দাপিয়ে বেড়াচ্ছেন, তখন মাচা শো-তে গিয়ে কেন এমন সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁদের?