২০ শতাংশ হারে কাটবে TDS! নতুন বছরের আগেই প্যান কার্ড নিয়ে বড় দুঃসংবাদ, আপনি কি তালিকায় আছেন?

নতুন বছরের আনন্দ উদযাপনের মাঝেই সাধারণ মানুষের জন্য বড় সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকার। আপনার প্যান কার্ড কি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে? যদি না থাকে, তবে হাতে সময় মাত্র কয়েকটা দিন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করলে আপনার প্যান কার্ডটি ‘ইনঅপারেটিভ’ বা নিষ্ক্রিয় হয়ে যাবে। যার ফলে প্যান কার্ড থাকা আর না থাকা হবে সমান।
প্যান নিষ্ক্রিয় হলে কী কী বিপদ আপনার সামনে? আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী, প্যান কার্ড অকেজো হয়ে গেলে আপনি ভয়াবহ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন:
ব্যাঙ্কিং পরিষেবা: আপনি কোনো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এমনকি নতুন ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য আবেদন করাও সম্ভব হবে না।
নগদ লেনদেন: ব্যাঙ্কে ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা জমা দিতে গেলে আপনি বাধার মুখে পড়বেন।
চড়া হারে কর: সবথেকে বড় ক্ষতি হবে ট্যাক্সের ক্ষেত্রে। আপনার আয়ের ওপর টিডিএস (TDS) কাটা হবে ২০ শতাংশ হারে। পাশাপাশি, বকেয়া কোনো রিফান্ডও আপনি পাবেন না।
সম্পত্তি কেনাবেচা: ১০ লক্ষ টাকার বেশি স্থাবর সম্পত্তি কেনাবেচা করা প্যান কার্ড ছাড়া আইনত অসম্ভব হয়ে দাঁড়াবে।
কীভাবে মিলবে সমাধান? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আপনার কার্ডটি লিঙ্ক করা আছে কি না জানতে আয়কর দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘Link Aadhaar Status’ অপশনটি চেক করুন। আর যদি লিঙ্ক না করা থাকে, তবে ‘e-Pay Tax’ সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনের মাধ্যমে আবেদন সম্পন্ন করুন। মনে রাখবেন, দেরি করলে আর্থিক লোকসানের বোঝা আপনার ওপর আরও বাড়তে পারে। তাই ৩১ ডিসেম্বরের ডেডলাইন মিস করবেন না।