কুমিরের দাপটে স্তব্ধ হাইওয়ে! ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, ‘এ তো সাক্ষাৎ ডাইনোসর’।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই পশুপাখিদের অদ্ভুত সব ভিডিও ভাইরাল হয়। তবে সম্প্রতি টুইটারে (এক্স) সামনে আসা একটি ভিডিও দেখে নেটিজেনদের রীতিমতো পিলে চমকে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জনবহুল রাস্তায় হঠাৎই জল থেকে উঠে এসেছে এক বিশালকায় কুমির। আর সেই দানবীয় প্রাণীটি রাজার মতো হেলতে-দুলতে রাস্তা পার হচ্ছে। কুমিরটির আকার এতই বিশাল যে, তাকে দেখে রাস্তার দু-পাশে সমস্ত যানবাহন থমকে যায়।
সাধারণত বন্যপ্রাণীরা লোকালয় বা যানবাহন দেখলে ভয়ে পালিয়ে যায়, কিন্তু এই কুমিরটির মধ্যে ভয়ের লেশমাত্র ছিল না। সে অত্যন্ত ধীরগতিতে এবং আয়েশ করে রাস্তা পার হচ্ছিল। গাড়িতে থাকা যাত্রীরা ভয়ে এগোনোর সাহস পাননি, বরং দূর থেকে এই হাড়হিম করা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ভিডিওটি @zoomafrika1 নামক হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই ৭৪ হাজারের বেশি মানুষ এটি দেখে ফেলেছেন।
Huge Crocodile goes for a walk
across Road pic.twitter.com/dkQQQsrgca— Zoom Afrika (@zoomafrika1) December 23, 2025
ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এই পৃথিবীটা শুধু মানুষের নয়, প্রাণীদেরও। তাদের অধিকারকে সম্মান জানানো উচিত।” আবার কেউ কুমিরটির অতিকায় চেহারা দেখে তাকে ‘আধুনিক যুগের ডাইনোসর’ বলে আখ্যা দিয়েছেন। প্রকৃতি ও মানুষের এই মুখোমুখি সংঘাতের ভিডিওটি এখন ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দুতে।