নতুন লুকে লঞ্চ Bajaj Pulsar 150, কী ফিচার্স, জেনেনিন দাম কত?

বাইক প্রেমীদের কাছে ‘পালসার’ (Pulsar) নামটাই একটা আবেগ। সেই আবেগকে আরও উসকে দিয়ে বাজাজ অটো (Bajaj Auto) বাজারে নিয়ে এল তাদের জনপ্রিয় মডেল Pulsar 150-এর নতুন এবং আপগ্রেডেড ভার্সন। নতুন গ্রাফিক্স এবং আধুনিক ফিচারে ঠাসা এই বাইকটি আগের থেকে আরও বেশি মাসকুলার লুকে ধরা দিয়েছে।
দাম ও ভ্যারিয়েন্ট: নতুন পালসার ১৫০ তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে:
-
বেস ভ্যারিয়েন্ট: ১.০৯ লাখ টাকা (এক্স-শোরুম)।
-
Pulsar 150 SD UG: ১.১২ লাখ টাকা।
-
Pulsar 150 TD UG: ১.১৫ লাখ টাকা। উল্লেখ্য, আপগ্রেডের কারণে সংস্থাটি এই বাইকের দাম প্রায় ৩৬০০ টাকা বাড়িয়েছে।
কী কী নতুন থাকছে? সবথেকে বড় চমক এর লাইটিংয়ে। এখন পালসার ১৫০-এ পাবেন LED হেডলাইট এবং উন্নত LED টার্ন ইন্ডিকেটর। বাইকটির লুক বদলে দিতে এতে দেওয়া হয়েছে ফ্রেশ গ্রাফিক্স। এটি তিনটি রঙের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে— অরেঞ্জ হাইলাইট সহ গ্রিন, ব্লু এবং গ্রে (সবকটি ব্ল্যাক থিমের সঙ্গে)।
ইঞ্জিন ও পারফরম্যান্স: এতে রয়েছে ১৪৯ সিসি-র সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। এটি ১৩.৮ বিএইচপি পাওয়ার এবং ২৩.৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স, যা দুর্দান্ত মাইলেজের পাশাপাশি স্পিডও নিশ্চিত করে।