নতুন চাকরি পেয়েছেন? এই ১টি ভুল করলেই খোয়াবেন লাখ লাখ টাকা! ইপিএফও নিয়ে সাবধান!

কেরিয়ারে উন্নতি, নতুন কর্মস্থল আর মোটা মাইনের হাতছানি—নতুন চাকরি পাওয়ার আনন্দই আলাদা। কিন্তু এই খুশির জোয়ারে গা ভাসিয়ে অনেক চাকুরিজীবীই একটি মারাত্মক ভুল করে বসেন, যার মাসুল গুনতে হয় অবসরের সময়। অনেকেই নতুন চাকরিতে যোগ দিয়েই নিজের পুরনো ইপিএফও (EPFO) অ্যাকাউন্টটি বন্ধ করে দেন বা টাকা তুলে নেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি আপনার আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি পদক্ষেপ।
মনে রাখবেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোনো অতিরিক্ত ইনাম নয়; এটি আপনারই কষ্টার্জিত অর্থ যা সরকারের কাছে গচ্ছিত থাকে। আপনি যদি পুরনো অ্যাকাউন্টটি বন্ধ না করে নতুন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক বা ট্রান্সফার করেন, তবে আপনার জমানো টাকার ওপর চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া বজায় থাকে। বর্তমানে ইপিএফও বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে, যা যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (FD) তুলনায় অনেকটাই বেশি।
আপনার বয়স যদি এখন ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হয়, তবে আপনার সামনে আরও অন্তত তিন দশকের কর্মজীবন পড়ে রয়েছে। এই দীর্ঘ সময়ে আপনার সামান্য সঞ্চয় সুদে-আসলে বিশাল অংকের একটি ফান্ডে পরিণত হতে পারে। আপনি যদি টাকা তুলে অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তবে সেই সুদের লাভ থেকে আপনি বঞ্চিত হবেন। তাই অবসরের পর নিশ্চিন্তে জীবন কাটাতে পুরনো পিএফ অ্যাকাউন্ট বন্ধ না করে সেটি সচল রাখুন এবং পরবর্তী কোম্পানির অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন। সামান্য এই সচেতনতাই আপনাকে ভবিষ্যতে কোটিপতি হওয়ার পথে এগিয়ে দিতে পারে।