বিশেষ: শনির রাশিতে গঠিত হবে পঞ্চগ্রহী যোগ, ৩ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে

২০২৬ সালের জানুয়ারি মাসে মহাকাশে এক বিরল কিন্তু অত্যন্ত সংবেদনশীল মহাজাগতিক পরিস্থিতি তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির নিজস্ব রাশি মকরে একই সঙ্গে পাঁচটি গ্রহের মিলন ঘটতে যাচ্ছে। ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি— এই তিন দিন সূর্য, মঙ্গল, শুক্র, বুধ এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করে তৈরি করবে ‘পঞ্চগ্রহী যোগ’। এই সংযোগ মাত্র তিন দিনের হলেও এর প্রভাব জানুয়ারির শেষ পর্যন্ত অনুভূত হবে। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে।
সতর্ক থাকতে হবে যে ৩ রাশিকে:
-
মিথুন রাশি: কর্মক্ষেত্রে হঠাৎ দায়িত্ব বেড়ে যাওয়ায় মানসিক চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়াবেন না। কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। নিজের কথাবার্তায় সংযম রাখা এই সময়ে সবথেকে জরুরি।
-
সিংহ রাশি: সম্পর্কের ক্ষেত্রে বড়সড় টানাপড়েন আসতে পারে। ভুল বোঝাবুঝির কারণে দাম্পত্য জীবনে অশান্তির যোগ রয়েছে। পেট ও অনিদ্রা জনিত সমস্যায় স্বাস্থ্যহানি হতে পারে। এই সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই শ্রেয়।
-
কুম্ভ রাশি: পারিবারিক কলহ বা সম্পত্তি নিয়ে বিবাদ আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। আর্থিক লেনদেন বা নতুন কোনো সম্পত্তিতে বিনিয়োগের আগে বারবার ভাবুন। যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
(বি.দ্র: এখানে দেওয়া তথ্য সাধারণ জ্যোতিষতত্ত্বের ওপর ভিত্তি করে লেখা।)