জন্মদিনেই বিস্ফোরক দেব! ‘সবাই আমায় হারাতে ব্যস্ত’, টলিউডের পলিটিক্স নিয়ে কেন মুখ খুললেন সুপারস্টার?

আজ ২৫ ডিসেম্বর, ৪২-এ পা দিলেন টলিউডের ‘আউটসাইডার’ থেকে সুপারস্টার হয়ে ওঠা দেব। প্রতিবার জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকলেও, এবারের জন্মদিনটা দেবের কাছে লড়াইয়ের। একদিকে বক্স অফিসে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’, আর অন্যদিকে তুঙ্গে হল-বণ্টন নিয়ে বিতর্ক। নন্দন-বিতর্ক কাটিয়ে ফের মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধলেও, দেবের অভিযোগ—টলিউডের অন্দরেই তাঁকে আটকানোর চক্রান্ত চলছে।

হল-যুদ্ধ ও টলিউড পলিটিক্স: দেবের সোজাসাপ্টা দাবি, রাজনীতি করে তাঁর ছবিকে পর্যাপ্ত হল দেওয়া হচ্ছে না। নাম না করে টলিউডের একাংশকে বিঁধে অভিনেতা বলেন, “ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা কেউ ভাবছে না, সবাই ব্যস্ত দেবকে হারাতে।” উল্লেখ্য, বড়দিনে টক্কর চলছে কোয়েলের ‘মিতিন মাসি’ এবং সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র সঙ্গে। পাশাপাশি বলিউডের ‘ধুরন্ধর’ এবং হলিউডের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর মতো ছবির চাপ তো আছেই।

কোথায় আছে দেবের মোমের মূর্তি? বিতর্ক সরিয়ে ‘ডেভিয়ানস’ বা দেব-ভক্তদের জন্য রয়েছে এক দারুণ খবর। প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে চাইলে আপনাকে যেতে হবে আসানসোলের ‘সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম ও শীশ মহলে’। ২০২৪-এর শুরুতে খাগান মুক্তির আগে আসানসোলের শিল্পী সুশান্ত রায় দেবের এই হুবহু মোমের মূর্তিটি তৈরি করেন। সাদা টি-শার্ট, নীল জিন্স জ্যাকেট আর সানগ্লাস পরা সেই মূর্তির পাশে দাঁড়িয়ে স্বয়ং দেবও বলেছিলেন, “আমি নির্বাক!” এই মিউজিয়ামে দেব ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এবং বিরাট কোহলিদের মূর্তি সযত্নে সাজানো রয়েছে। জন্মদিনের আবহে প্রিয় নায়ককে চাক্ষুষ করতে না পারলেও, আসানসোলের এই ঠিকানায় ভিড় জমাচ্ছেন ভক্তরা।