বিজেপি ও তৃণমূলের সুর একবিন্দুতে! অটল স্মরণে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘ভারতরত্ন’ অটলবিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী আজ। এই বিশেষ দিনে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৯৯৬ থেকে ২০০৪ সালের মধ্যে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বাজপেয়ীর মন্ত্রিসভায় একসময় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মমতা। তাঁর অধীনে তিনি রেল এবং কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে আমি তাঁকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি।” অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজপেয়ীকে একজন ‘অসামান্য রাষ্ট্রনায়ক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি তাঁর বার্তায় লেখেন, “ভারতীয় সংসদীয় রাজনীতির প্রতীক এবং রাষ্ট্রনির্মাণে অগ্রণী ভূমিকার অধিকারী অটলবিহারী বাজপেয়ীকে আমার বিনীত শ্রদ্ধা। তাঁর নীতি ও আদর্শ আগামী প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে।”
১৯২৪ সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন এই প্রবাদপ্রতিম নেতা। তাঁর শাসনকাল ভারতের জন্য উন্নয়ন ও সুশাসনের এক স্বর্ণযুগ হিসেবে পরিচিত। তাই কেন্দ্র সরকার তাঁর জন্মদিনটিকে দেশব্যাপী ‘সুশাসন দিবস’ হিসেবে পালন করে। ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর এই জন্মজয়ন্তী উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।