পাকিস্তান সেনার ওপর ড্রোন হামলা টিটিপি-র! পাল্টায় ২০০টি মর্টার ছুড়ল ফৌজ, উত্তপ্ত খাইবার পাখতুনখোয়া।

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে ফের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মীর আলী বাজারের বিচি রোড ও হাসুখেল এলাকায় পাক সেনা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর মধ্যে শুরু হয়েছে প্রচণ্ড গোলাগুলি। ড্রোন হামলা এবং মর্টার শেলিংয়ে ৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এবং ২৭ জন সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ভয়াবহ সংঘর্ষ ও ক্ষয়ক্ষতি: হাসু খেল এবং মোসাকি গ্রামে বৃহস্পতিবার এই সংঘর্ষ চরম আকার ধারণ করে। জঙ্গিদের দমনে পাকিস্তানি সেনাবাহিনী কোয়াডকপ্টার ড্রোন এবং মর্টার ব্যবহার করে প্রায় ২০০টিরও বেশি শেল নিক্ষেপ করে। এই গোলাগুলির মধ্যে পড়ে আওয়ামী ন্যাশনাল পার্টি (ANP) নেতা মালিক নিসার আলীর বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁর মেয়ে ও ভাইসহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। পুরো এলাকায় বর্তমানে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

পুরনো ক্ষতের পুনরাবৃত্তি: গত শুক্রবারও উত্তর ওয়াজিরিস্তানের বোয়া এলাকায় একটি নিরাপত্তা শিবিরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছিল। চলতি বছরের জুন মাসেও একটি গাড়ি বোমা হামলায় ১৬ জন পাক সেনা নিহত হয়েছিলেন। ক্রমাগত বাড়তে থাকা এই হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার কঙ্কালসার চেহারাটিই বারবার সামনে নিয়ে আসছে।