বড়দিনের সকালে বুকফাটা কান্না! বীরভূমের পুকুরে ভাসছে মা ও ২ বছরের শিশুর নিথর দেহ!

বড়দিনের উৎসবে যখন চারদিকে আনন্দের জোয়ার, ঠিক তখনই বীরভূমের দুবরাজপুরে নেমে এল এক হাড়হিম করা শোকের ছায়া। দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়া এলাকার মোড়ল পুকুর থেকে উদ্ধার হলো এক মা ও তাঁর মাত্র দুই বছরের শিশুকন্যার নিথর দেহ। মৃত মহিলার নাম মালা হাজরা এবং তাঁর ছোট্ট মেয়ে বৃষ্টি হাজরা। উৎসবের সকালে পুকুরে জোড়া মৃতদেহ ভাসতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন মা ও মেয়ে। পরিবারের পক্ষ থেকে গতকাল দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা প্রথমে পুকুরের জলে মালার দেহ ভাসতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করার পর শুরু হয় শিশুটির খোঁজ। প্রথমে পুলিশ তল্লাশি চালিয়ে ব্যর্থ হলেও পরে গ্রামবাসীদের উদ্যোগে পুকুরে জাল নামানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার হয় ছোট্ট বৃষ্টির দেহ। মা ও মেয়ের এমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা।

পরিবারের দাবি, তাঁদের মধ্যে কোনও পারিবারিক বিবাদ বা শত্রুতা ছিল না। মালার স্বামী কাজের সূত্রে চেন্নাইয়ে থাকেন এবং তাঁর শ্বশুর-শাশুড়ি আগেই মারা গিয়েছেন। ফলে বাড়িতে মালা ও তাঁর মেয়ে একাই থাকতেন। কাউন্সিলর ভাস্কর রুজ জানান, নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলেও তাঁদের হদিস মেলেনি। এটি নিছকই আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। দুবরাজপুর থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।