উত্তরাখণ্ডে গ্যাসের দামে বড় ধামাকা! এক ধাক্কায় ১৫ টাকা পর্যন্ত কমছে সিএনজি-র দাম।

উত্তরাখণ্ড সরকার সাধারণ মানুষের পকেটের বোঝা কমাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে সিএনজি (CNG) এবং পিএনজি (PNG)-র ওপর ভ্যাট (VAT) ২০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ করের বোঝা সরাসরি ১৫ শতাংশ হ্রাস পেয়েছে, যার সুফল সরাসরি পাবেন গাড়ি চালক এবং গৃহিণীরা।

কতটা সস্তা হচ্ছে জ্বালানি? এই বিপুল পরিমাণ ভ্যাট হ্রাসের ফলে উত্তরাখণ্ডে সিএনজির দাম প্রতি কেজিতে প্রায় ১৩ থেকে ১৫ টাকা পর্যন্ত কমতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস বা পিএনজির দাম প্রতি ইউনিটে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে রাজ্যে সিএনজির দাম কেজি প্রতি ১০০ টাকার কাছাকাছি এবং পিএনজি প্রতি ইউনিট ৪০-৪৫ টাকা। সরকারি এই হস্তক্ষেপে দৈনন্দিন যাতায়াত এবং রান্নার খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। সরকারের মূল লক্ষ্য পেট্রোল-ডিজেলের বদলে মানুষকে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা।

আপেল চাষিদের জন্য সুখবর: কেবল গ্যাস নয়, মন্ত্রিসভা রাজ্যের আপেল চাষিদের জন্যও বড় ঘোষণা করেছে। উত্তরকাশী জেলার দুর্যোগ কবলিত এলাকার চাষিদের কাছ থেকে সরকার সরাসরি আপেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যস্বত্বভোগীদের দাপট কমাতে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই পদক্ষেপ। সরকার ‘রয়েল ডেলিশিয়াস’ আপেল প্রতি কেজি ৫১ টাকায় এবং ‘রেড ডেলিশিয়াস’ সহ অন্যান্য জাতের আপেল প্রতি কেজি ৪৫ টাকায় কিনবে।

শিল্পী ও লেখকদের দ্বিগুণ পেনশন: রাজ্যের বয়স্ক শিল্পী ও সাহিত্যিকদের সম্মান জানাতে তাদের মাসিক বার্ধক্য ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ধামি সরকার। আগে যারা ৩,০০০ টাকা পেনশন পেতেন, এখন থেকে তারা প্রতি মাসে ৬,০০০ টাকা করে পাবেন। শিল্প ও সাহিত্যের অবদানের কথা মাথায় রেখেই তাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার এই প্রয়াস।