বাইকে এসে মাথায় গুলি, মৃত্যু শিক্ষকের, AMU ক্যাম্পাসে ছড়ালো চাঞ্চল্য

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) ক্যাম্পাসের অন্দরেই এক স্কুল শিক্ষককে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাত ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ক্যান্টিনের সামনে এই ঘটনাটি ঘটে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই ক্যাম্পাসজুড়ে পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
নিহত শিক্ষকের নাম রাও দানিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের এবিকে ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার সময় দানিশ তাঁর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখনই একটি বাইকে চড়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সেখানে হাজির হয় এবং খুব কাছ থেকে দানিশকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথায় দুটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি জহরলাল নেহরু (JN) মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মহম্মদ ওয়াসিম আলী এবং উপাচার্য নাইমা খাতুন হাসপাতালে পৌঁছে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন। আলিগড়ের পুলিশ সুপার মায়াঙ্ক পাঠক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আততায়ীদের ধরতে একাধিক টিম গঠন করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত জায়গায় এই হামলার পর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।