বিপদে পড়লে আপনার ফোনের ক্যামেরাই বাঁচাবে প্রাণ! গুগল নিয়ে এল যুগান্তকারী ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ ফিচার

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এক অভাবনীয় ফিচার যুক্ত করল টেক জায়ান্ট গুগল। এখন থেকে কোনো বড় দুর্ঘটনা বা বিপদে পড়ে জরুরি পরিষেবায় (যেমন ৯৯৯ বা ১১২) কল করলে, ফোনের ক্যামেরার মাধ্যমে সরাসরি ঘটনাস্থল দেখতে পাবেন উদ্ধারকারী বা ডিসপ্যাচাররা। এই ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ (Emergency Live Video) ফিচারের ফলে সাহায্যকারী কর্মীরা পরিস্থিতি দ্রুত বিচার করে সঠিক ব্যবস্থা নিতে পারবেন।

কীভাবে কাজ করবে এই ম্যাজিক ফিচার? এই ফিচারটি নিজে থেকে বা স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্যামেরা চালু করবে না। এর কাজ করার প্রক্রিয়াটি অত্যন্ত সুরক্ষিত এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে:

কল বা মেসেজ: প্রথমে আপনাকে বিপদের সময় জরুরি নম্বরে কল বা মেসেজ করতে হবে।

অনুরোধ: জরুরি পরিষেবা কেন্দ্র থেকে একজন কর্মী আপনার ফোনে লাইভ ভিডিও শেয়ার করার জন্য একটি অনুরোধ পাঠাবেন।

এক ট্যাপেই কাজ: আপনার ফোনের স্ক্রিনে একটি প্রম্পট বা নোটিফিকেশন আসবে। সেখানে মাত্র একবার ট্যাপ করলেই আপনার ক্যামেরা অন হবে এবং লাইভ স্ট্রিমিং শুরু হবে।

সরাসরি নজরদারি: ভিডিওর মাধ্যমে জরুরি কর্মীরা দেখতে পাবেন ঘটনাস্থলে ঠিক কী ঘটেছে, যার ফলে তারা দ্রুত সঠিক অ্যাম্বুলেন্স বা পুলিশি সহায়তা পাঠাতে সক্ষম হবেন।

ব্যক্তিগত সুরক্ষা ও ইমার্জেন্সি শেয়ারিং গুগল জানিয়েছে, এই পুরো ভিডিও ফুটেজটি ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে, অর্থাৎ এটি সম্পূর্ণ সুরক্ষিত। গ্রাহক চাইলে যেকোনো মুহূর্তে ভিডিও বন্ধ করতে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড ফোনের ‘Safety’ অ্যাপে গিয়ে ‘Emergency Sharing’ অপশন থেকে আপনি আপনার পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে রিয়েল-টাইম লোকেশন শেয়ার করার সুবিধাও পাবেন।

কারা পাবেন এই সুবিধা? আপাতত অ্যান্ড্রয়েড ৮ (Android 8) বা তার পরবর্তী সংস্করণের ফোনগুলোতে এই সুবিধা পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে আমেরিকা, জার্মানি এবং মেক্সিকোতে এটি চালু হলেও গুগল জানিয়েছে যে, খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন পাবলিক সেফটি সংস্থার সাথে অংশীদারত্বের মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হবে। প্রযুক্তির এই নতুন ব্যবহার জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচাতে এক নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।