১৭ বছরের নির্বাসন শেষ, ঢাকার মাটিতে তারেক রহমান! বিমানবন্দরে জনসমুদ্র, আবেগে ভাসলেন বিএনপি নেতা

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে বিদেশের মাটি ছেড়ে নিজের জন্মভূমিতে পা রাখলেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে বিশেষ বিমানে তিনি বাংলাদেশে এসে পৌঁছান। দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রীর পুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, “অবশেষে প্রিয় দেশের মাটিতে।”
বিমানবন্দরে জনতার ঢল তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা শহর, বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ৩০০-ফুট সড়ক সংলগ্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ভিড় উপচে পড়ে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বরণ করে নিতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ সমর্থক ঢাকায় সমবেত হয়েছেন। বিমানটি সরাসরি ঢাকায় অবতরণের আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সিলেটে যাত্রাবিরতি করে, যা সমর্থকদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দেয়।
নিরাপত্তার চাদরে ঢাকা ও বিশেষ কড়াকড়ি তারেক রহমানের প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ভিড় সামাল দিতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। শুধুমাত্র পাসপোর্ট ও বৈধ টিকিটধারী যাত্রীদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার তারেক রহমানকে স্বাগত জানিয়েছে এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতে বিএনপির সাথে সমন্বয় করে কাজ করছে।
রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মসূচি জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন এবং ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা পূর্ববর্তী মামলা ও অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেকের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় ঘটাতে চলেছে।
তারেক রহমানের শিডিউল বিমানবন্দর থেকে সরাসরি তিনি দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন তাঁর অসুস্থ মা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে দিনশেষে গুলশান অ্যাভিনিউতে নিজের বাসভবনে ফিরবেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।