ট্রেনযাত্রীদের জন্য বড় খবর! ১ ডিসেম্বর থেকে বদলে গেল তৎকাল টিকিটের নিয়ম, না জানলে পণ্ড হবে সফর

বছর শেষে উৎসবের মরশুমে প্রিয়জনদের সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে সাবধান! রেলের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে এসেছে একগুচ্ছ বড় পরিবর্তন। ১ ডিসেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। আপনি যদি এই আপডেট সম্পর্কে না জানেন, তবে শেষ মুহূর্তে আপনার টিকিট বুকিং বাতিল হতে পারে অথবা ট্রেন মিস হওয়ার আশঙ্কাও থেকে যায়।

আসছে ওটিপি ভেরিফিকেশন সিস্টেম এখন থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ওটিপি (OTP) বাধ্যতামূলক করা হয়েছে। আগে আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইটে লগ-ইন করে সরাসরি টিকিট কাটা যেত। কিন্তু রেলওয়ে বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফাই করার পরেই টিকিট কনফার্ম হবে। যতক্ষণ না আপনি সঠিক কোডটি সিস্টেমে দিচ্ছেন, ততক্ষণ আপনার টিকিট জেনারেট হবে না।

কাউন্টার টিকিটেই কি একই নিয়ম? হ্যাঁ, এই নিয়মটি শুধু আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মধ্যে সীমাবদ্ধ নেই। রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার থেকেও তৎকাল টিকিট কাটতে গেলে এখন থেকে ওটিপি দিতে হবে। অর্থাৎ, বুকিংয়ের সময় আপনার সাথে সেই মোবাইল নম্বরটি থাকা জরুরি যেটি আপনি ফর্মের সাথে দিচ্ছেন। ভুল ওটিপি দিলে বা সময়মতো কোড না জানালে রেলকর্মী আপনার টিকিট বুক করতে পারবেন না।

কেন এই কড়াকড়ি? মূলত দালালদের দৌরাত্ম্য রুখতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে রেল। দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, তৎকাল উইন্ডো খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই সব সিট বুক হয়ে যায়। দালালরা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে এক লহমায় বহু টিকিট বুক করে নিত। এখন ওটিপি ব্যবস্থা চালু হওয়ায় সেই অবৈধ সফটওয়্যার আর কাজ করবে না। ফলে সাধারণ যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।

আধার লিঙ্ক নিয়ে নতুন আপডেট এখানেই শেষ নয়, গত ২৮ অক্টোবর থেকেই আরও একটি নিয়ম কার্যকর হয়েছে। যদি আপনি সকাল ৮টা থেকে ১০টার মধ্যে টিকিট বুক করতে চান, তবে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক। যারা ঝটপট ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তারা এখনই এই বিষয়গুলি গুছিয়ে রাখুন নতুবা সমস্যায় পড়তে হতে পারে।