কাঠের ব্যবসা থেকে ভারতের ২৩তম ধনী পরিবার! মুথুট গ্রুপের অবিশ্বাস্য উত্থানের কাহিনি জানেন কি?

আজ ২৫শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্ব উৎসবে মেতেছে। ভারতেও বড়দিন পালিত হচ্ছে সাড়ম্বরে। তবে এই উৎসবের দিনে আমরা জানব ভারতের এক বিশেষ খ্রিস্টান পরিবারের কথা, যাদের প্রাচুর্য এবং ব্যবসায়িক সাফল্য আজ গোটা দেশে চর্চিত। তাঁরা হলেন ভারতের অন্যতম শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠী— মুথুট পরিবার। ফোর্বসের তালিকা অনুযায়ী, তাঁরাই ভারতের সবথেকে ধনী খ্রিস্টান পরিবার।

নামেই যাদের ব্যবসা: ভারতের সোনার ঋণ (Gold Loan) ব্যবসার কথা উঠলে যে নামটি সবার আগে মনে আসে, তা হলো মুথুট ফাইন্যান্স। এই খাতের একচেটিয়া রাজা এই পরিবারটি। ১৮৮৭ সালে ব্রিটিশ শাসিত ভারতে একটি ছোট কাঠ ও শস্য ব্যবসার মাধ্যমে তাঁদের পথচলা শুরু হয়েছিল। আজ তাঁদের ভারতজুড়ে ৭,৩০০টিরও বেশি শাখা রয়েছে এবং প্রতিদিন প্রায় ২ লক্ষ গ্রাহককে পরিষেবা দেয় এই সংস্থা।

সম্পত্তির পাহাড়: ফোর্বসের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, মুথুট পরিবারের মোট সম্পদের পরিমাণ ১০.৪ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁরা ভারতের ২৩তম ধনী পরিবার। আশ্চর্যের বিষয় হলো, গত তিন বছরে তাঁদের সম্পদ অভাবনীয় গতিতে বেড়েছে। ২০২২ সালে তাঁদের সম্পদ ছিল ৪.১ বিলিয়ন ডলার, যা ২০২৫-এ এসে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে এই পরিবারের সম্পদ ছিল মাত্র ১.১ বিলিয়ন ডলার।

কার হাতে এখন ব্যাটন? দীর্ঘদিন এম.জি. জর্জ মুথুট এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছেন। ২০২১ সালে তাঁর মৃত্যুর পর এখন তাঁর ভাই জর্জ জ্যাকব মুথুট মুথুট গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। এককভাবে জর্জ জ্যাকব মুথুটের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৩.২ বিলিয়ন ডলার। তাঁর নেতৃত্বে গোল্ড লোন ছাড়াও ফাণ্ড ট্রান্সফার এবং কর্পোরেট লোনের ক্ষেত্রেও কোম্পানিটি উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে।