উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপের যাবজ্জীবনে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় দিল্লি হাইকোর্ট শর্তসাপেক্ষ স্থগিতাদেশ দেওয়ার পরেই শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেঙ্গারের সাজা স্থগিত করার যে নির্দেশ দিয়েছিল, এবার তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। বুধবার সিবিআই সূত্রে এই বড় সিদ্ধান্তের কথা জানা গিয়েছে।
২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক নাবালিকাকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে তোলপাড় হয়েছিল দেশ। ২০১৯ সালের ডিসেম্বরে নিম্ন আদালত এই নারকীয় ঘটনায় কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। দীর্ঘ লড়াইয়ের পর সেই সাজাকেই মঙ্গলবার স্থগিত করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট শর্ত দিয়েছে যে, কুলদীপকে দিল্লিতেই থাকতে হবে এবং নির্যাতিতার বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে তিনি যেতে পারবেন না। এছাড়া ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তবে এই রায়ে সন্তুষ্ট নয় সিবিআই। তদন্তকারী সংস্থার মতে, অপরাধের গুরুত্ব বিচার করে এই স্থগিতাদেশ পুনর্বিবেচনা প্রয়োজন। যদিও ঠিক কবে তারা শীর্ষ আদালতে আবেদন জমা দেবে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ধর্ষণের ঘটনার পাশাপাশি নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যুর মামলাতেও সেঙ্গার দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেখানে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ফলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত হলেও, এখনই তাঁর জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই মুহূর্তে নির্যাতিতার পরিবার ও সাধারণ মানুষের নজর এখন সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে।